রাজারহাটের শিখরপুর আদর্শ শক্তি সং‌ঘের রক্তদান শিবির

সত্য‌জিৎ মন্ডল, রাজারহাট, উত্তর ২৪ পরগনা: ‘রক্তদান জীবন দান’ এই মহতী উদ্দেশ্য কে পাথেয় করে রাজারহাটের শিখরপুর আদর্শ শক্তি সংঘ, মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করে। সংঘের প্রাক্তন সম্পাদক ও সভাপতি স্বর্গীয় বলাইচন্দ্র নস্কর মহাশয়ের স্মরণে এদিনের রক্তদান শিবির। শিবিরে মোট একশো জন রক্তদাতা রক্তদান করেন। মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিলো চোখের পরার মত। শিবিরের শুভ সূচনা করেন জেলার জেলাপরিষদ সদস্যা জাহানারা বিবি। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর মহাশয় সহ একাধিক সমাজসেবী।

এদিনের রক্তদান শিবির, নবীন-প্রবীনের এক মিলন ক্ষেত্রে পরিনত হয়েছিলো। তাঁদের প্রিয় দাদার স্মরণে রক্তদান শিবিরের কথা শুনেই রাজারহাট থেকে ছুটে এসেছিলো অবসারপ্রাপ্ত শিক্ষক নবকুমার মণ্ডল। তাঁকে সম্বধোন করার জন্য এগিয়ে আসেন বুদ্ধিশ্বর নস্কর, বিকাশ মণ্ডল, হিমাংশুপ্রসাদ রায় মহাশয়েরা। উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক রবীন কলি মহাশয়ও। একাধিক বয়স্ক বিদ্বজনের উপস্থিতি শিবিরের আলাদা মাত্রা দান করেছে। হিমাংশু বাবু বলেন ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হওয়া এই ক্লাবে একাধিক গুণী মানুষের স্মৃতি জড়িয়ে আছে। স্বর্গীয় জীতেন্দ্রনাথ নস্কর মহাশয় এই সংঘের প্রতিষ্ঠাতা। এছাড়া স্বর্গীয় হারানচন্দ্র নস্কর, রজনীকান্ত নস্কর, সুধীরচন্দ্র মুখার্জী, তারাপদ রায় প্রমুখ ব্যক্তিবর্গ এই সংঘকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবদান রেখে গেছেন। হিমাংশু বাবু সংঘে নয় বছর সম্পাদক হিসাবে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন বলে জানান। বর্তমান সম্পাদক দেবাশিষ নস্কর এবং সভাপতি চিত্তরঞ্জন নস্কর মহাশয়েরা নবাগত পিন্টু, সুরজিত, শেখর, পল্লব, সৌরভ দের নিয়ে উচ্ছ্বসিত। আগামী রবিবার ২৭শে অগাস্ট সংঘের খেলার মাঠে একদিনের আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান সংঘ কতৃপক্ষ।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

10 hours ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

11 hours ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

11 hours ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

11 hours ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

11 hours ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

11 hours ago
https://www.banglaexpress.in/ Ocean code: