Categories: জাতীয়

ইকো পার্ক চড়া করলো তার প্রাতঃভ্রমন ফি

সু‌স্মিতা: মহানগরীর দূষিত পরিবেশ থেকে একটু স্বস্তির নিশ্বাস পাওয়ার অন‍্যতম সেরা ঠিকানা হিসেবে অনেকেই বেছে নেন রাজারহাটের ইকো পার্ক। সম্প্রতি দিনের পাশাপাশি প্রাতঃভ্রমনকারী দের জন্য ও পার্ক টিকে খুলে দেওয়া হয় হিডকোর তরফ থেকে। হিডকোর আধিকারিকরা জানিয়েছেন, এই প্রথম দেশের এত বড় কোনো পার্ক প্রাতঃভ্রমনকারী দের জন্য খুলে দেওয়া হলো। দীর্ঘ দিনের দাবি এবার পূরণ হল রাজারহাট-নিউটাউনবাসী বৃন্দের। তবে হিডকোর তরফ থেকে এ ও জানান হয়েছে যে সকালে এটিকে খুলে দেওয়া হলেও প্রাথমিক কিছু শর্ত থাকবে সেখানে। প্রাতঃভ্রমননের জন্য তাদের নিয়ম মাফিক নির্দিষ্ট জায়গায় রেজিস্ট্রেশন করতে হবে, প্রতি মাসে ৭৫০/- ও বছরে ৮২৫০/- জমা দিতে হবে।

অবশ্য গাড়ি রাখার জন্য সে ক্ষেত্রে আলাদা কোন টাকা দিতে হবে না। পার্ক কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে প্রাতঃভ্রমনকারী দের থেকে কোনো ফি না নেওয়ায় প্রস্তাব আসলেও পরবর্তী পর্যায়ে অবাঞ্ছিত ভিড় ও পার্কের সৌন্দর্য‍্য বজায় রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। অধিকারীক সূত্রে খবর অনুযায়ী ইতিমধ্যে ৫০জন প্রাতঃভ্রমনকারী তাদের নাম নথিভুক্ত করেছেন। হিডকোর তরফ থেকে আর ও জানান হয়েছে, এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভোর সাড়ে পাঁচটা থেকে আটটা এবং নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ভোর ছয়টা থেকে সাড়ে আটটা অবধি প্রাতঃভ্রমনকারীরা পার্ক ব্যবহার করতে পারবেন। পার্কের প্রায় ৪৮০একর এলাকায় সর্বত্রই তারা যেতে পারবেন। তবে প্লাস্টিক জাতীয় কোন দ্রব্য নিয়ে পার্কে ঢোকা নিষেধ।

এতদিন নিউটাউনে প্রাতঃভ্রমনের জন্য ব্যস্ত রাস্তায় হাঁটতে হতো এবং তাতে দুর্ঘটনায় আশঙ্কা ছিল যে কোন মুহুর্তে,এমনটাই জানিয়েছেন নিউটাউন এলাকাবাসী। বিশেষত বয়স্কদের জন্য অনেক বেশি সুবিধা হওয়ায় তারা অনেক বেশি নিশ্চিত ও আপ্লুত। যদিও পার্কে চড়া ফি অনেকেই মনেই ক্ষোভের সৃষ্টি করেছে, ফি কমানোর জন্য তারা প্রতিনিয়ত দরখাস্ত জমা দিচ্ছেন বলেই জানা গিয়েছে। হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন সেক্ষেত্রে পুরো বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুনঃবিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

14 hours ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

14 hours ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

14 hours ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

14 hours ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

14 hours ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

15 hours ago
https://www.banglaexpress.in/ Ocean code: