Categories: ই‌ভেন্ট

‌ক্রিসমা‌সের ক‌বিতা “দৃশ্যকাব্যের পাতা জুড়ে”

॥ দৃশ্যকাব্যের পাতা জুড়ে ॥

ওই যে নাটমঞ্চের ওখানে
ওই খড়কুটো আবাসনে,
আর একটু পরেই…
চার্চ বেলের মাতোয়ারা সুরে
অতি বেগুনী আলোর সূতোয়
টুকরো টুকরো ঈশ্বর জুড়ে
জন্মাবে এক দলা ‘পরিত্রাণ’ !

আর এখানে, হুল্লোড় গড়ানো পথে,
অবলোহিত আলোর জিঙ্গলে
সান্তা বিলোবে মুঠো মুঠো খুশী ।

আর মাঝখানে, ঠিক মাঝখানে,
মূল্যবোধের বুকে মাথা রেখে
ছেঁড়া কাঁথায় শীতের ছোবলে
বেসুরে বেতালে ছটফট করবে
কয়েকটা রঙ চটা প্রাণ ।
হট কেকের ডালা সাজানো ‘রিলিফ’
কখনও পৌঁছবে না ওদের দো’রে ।
পা মাড়ানো সভ্যতা আঁকড়ে
চেয়ে থাকবে আকাশে…
দেবদূত নেমে আসবে এই আশে ।

ঈশ্বর পুত্র !
পুনর্জন্মের ধুয়ো তুলে
কেনো আসো বারে বারে
এ অসাম্য আঁধারে পরিত্রাণ ছলে ?!

ড. সুনন্দা হালদার ॥ অধ্যাপিকা

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

1 day ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

1 day ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

1 day ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

1 day ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

1 day ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

1 day ago
https://www.banglaexpress.in/ Ocean code: