হোয়াইট হাউসে জনসাধারণের পিটিশন দেয়া ‘সাময়িকভাবে’ বন্ধ

আফনানঃ ২০১১ সালে বারাক ওবামা ডিজিটাল প্ল্যাটফর্মে গণতন্ত্রকে সমুন্নত রাখতে ”উই দ্য পিপল্” নামে যে ওয়েবসাইটটি চালু করেছিলো মঙ্গলবার দিবাগত রাত থেকে তা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তারা বলেছে বিভিন্ন বিষয়ে জনসাধারণের পিটিশন করার জন্য যে ওয়েবসাইট আছে সেটি বন্ধ করে তার জায়গায় নতুন সাইট চালু করা হবে জানুয়ারির শেষে। এমনই খবর দিচ্ছে বিবিসি।

ওয়েবসাইটটি চালু করার সময় ওবামা প্রশাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এক লাখের বেশি স্বাক্ষর সম্বলিত সব পিটিশন বা আবেদনের উত্তর দেওয়া হবে। কিন্তু এ বছরের জানুয়ারি মাস থেকে ট্রাম্প প্রশাসন কোন আবেদনেই সাড়া দেয়নি।

হোয়াইট হাউস জানিয়েছে তারা এটা বদলে নতুন যে প্ল্যাটঢর্ম চালু করতে যাচ্ছে তা অনেক কম খরচে চালানো যাবে। এতে করদাতাদের রাজস্ব তহবিল থেকে বছরে দশ লাখ ডলার বাঁচানো যাবে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন ট্রাম্প প্রশাসন বিভিন্ন বিষয়ে ”জনগণের উদ্বেগের জবাব দেবে আগামী বছর।”

তারা আরও বলেছেন এ বছর যেসব বিষয়ে নিয়ে মানুষ উদ্বেগ প্রকাশ করে আবেদন করেছেন সেগুলোও তাদের তালিকায় থাকবে।

ওবামা প্রশাসন এই প্ল্যাটফর্ম যখন চালু করে তখন হোয়াইট হাউস বলেছিল ”আমেরিকায় বিভিন্ন বিষয় নিয়ে জনসাধারণের মনে উদ্বেগ থাকলে তারা তার সমর্থনে স্বাক্ষর জোগাড় করে যাতে পিটিশন জমা দিতে পারে তার জন্য এই ওয়েবসাইট তৈরি করা হল।”

তিরিশ দিনের মধ্যে যদি ওই আবেদনে যদি এক লাখের বেশি সই পড়ে তাহলে হোয়াইট হাউস বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে এবং সরকারিভাবে তার জবাব দেবে।

জানুয়ারি মাস থেকে জনপ্রিয় যে আবেদনগুলোতে বিপুল সংখ্যক মানুষ সই করেছেন তার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের পদত্যাগ দাবি করে পিটিশন। আরেকটি ছিল প্রেসিডেন্ট ট্রাম্প যেন তার কর জমা দেবার হিসাব প্রকাশ করেন তার দাবিতে পিটিশন।

ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেবার পর থেকে এক লাখের বেশি স্বাক্ষর থাকা সত্ত্বেও কোন পিটিশনেরই উত্তর দেওয়া হয়নি।

চালু হবার পর থেকে এই ওয়েবসাইট সংখ্যালঘু গোষ্ঠির মানুষদের বিভিন্ন ইস্যু সফলভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

2 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

2 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

2 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

2 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

2 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: