নির্দল প্রার্থীদের ওপর বাড়ছে ভরসা

দক্ষিন দিনাজপুরঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জনগণের বিশ্বাস বা আস্থা অর্জনে যখন রাজনৈতিক দল গুলি মরিয়াভাবে প্রচেষ্টারত সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ২ নং সমজিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার সুবর্ণ শহীদ গ্রাম সংসদের সংখ্যা লঘু নির্দল প্রার্থী সঈদূর চৌধুরী নিজ জয়ের বিষয়ে আশাবাদী। সুবর্ণ শহীদ গ্রামবাসীদের সাথে কথা বলেও উঠে এল সঈদূর চৌধুরীর উপর তাদের আস্থার একই প্রতিচ্ছবি।

কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির অভ্যন্তরস্থ ২নং সমজিয়া গ্রাম পঞ্চায়েতে ১৭টি গ্রাম সংসদ। আর এই সমজিয়া গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর গ্রাম সংসদ থেকে নির্দল প্রার্থী হয়েটানা ৩বার ভোটে জিতে দীর্ঘ ১৫ ধরে নিজের উপরে জনগণের আস্থাকে অক্ষুন্ন রেখেছেন সঈদূর চৌধুরি। কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনে সুন্দরপুর সংসদের আসনটি মহিলা সংরক্ষিত হওয়ায় এই আসনটি থেকে তার মা জয়নুর বেওয়া চৌধুরী নির্দল প্রার্থী হয়েছেন এবং সুন্দরপুর গ্রাম সংসদের পার্শ্ববর্তী সুবর্ণ শহীদ গ্রাম সংসদ থেকে আবারো নির্দল প্রার্থী হয়েছেন।

রাজ্য রাজনীতির পট পরিবর্তনের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা যখন দলবদল করতে ব্যাস্ত সেই সময় নৌকা প্রতীক নিয়ে টানা ৩ বার জয়লাভ করা এই প্রার্থী ভরসা রাখছেন নিজেকে নির্দল রেখেই। বিগত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী ফলাফল ত্রিশঙ্কু হয়। তখন এই নির্দল প্রার্থী সঈদূর চৌধুরী কোন রাজনৈতিক দলের হাত ধরেন নি। এমনকি পরবর্তীতে এই গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রকাশের ঘটনা সামনে আসলেও তিনি নিজের নির্দল অবস্থানকে ধরে রাখতে সমর্থ হন। রাজনৈতিক দলে যোগদান না করার প্রভাব তার এলাকা উন্নয়নকে স্তব্ধ করতে বা বাধা দিতে পারে নি।

তাই গ্রাম পঞ্চায়েত পরিচালনায় যে দলই থাকুক না কেন পি.এইচ.ই-র পানীয় জলের ট্যাপ লাইন হোক বা রাস্তাঘাট সবই গ্রামবাসীদের জন্য তিনি লড়াই করে আদায় করে নিয়েছেন। রাত্রে গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে বিপদের বন্ধু হিসাবে হাসপাতালে ছোটার অভ্যাসের কথা এখন তাই গ্রামবাসীদের মুখে মুখে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই সংসদে নিজেদের প্রার্থী দাঁড় করালেও কংগ্রেস এবং সি.পি.আই(এম) এবার নির্দল প্রার্থী সঈদূর চৌধুরীর বিরুদ্ধে কোন প্রার্থী দেয় নি। রাজনৈতিক দলের নেতাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণের ব্যার্থতায় নির্দল প্রার্থী সঈদূর চৌধুরীর বিশ্বাসযোগ্যতা এখন তাই সুন্দরপুর এবং সূবর্ণ শহীদ গ্রামের মানুষদের কাছে আকাশছোঁয়া সম।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

6 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

6 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

6 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

6 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

6 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

6 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: