কসমেটিক্স উন্নয়ন চলছে রাজ্যে

বাংলা এক্সপ্রেস,কালিয়াগঞ্জ: এরাজ্যে বাম চোরদের তাড়িয়ে আমরা ডাকাত তৃণমূল নামক একটি রাজনৈতিক দলকে এনে পশ্চিমবঙ্গের ক্ষতি করেছি। উত্তরদিনাজপুরজেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোরে বিজেপির ডাকা এক নির্বাচনী জনসভায় এই কথা বলেন বিজেপির হেভিওয়েট নেতা মুকুল রায়মুকুল রায় তার বক্তব্যে বলেন আমাকে মমতা ব্যনার্জি নাম দিয়েছে গদ্দার।এই গদ্দারের গুরুতো মমতা ব্যনার্জি নিজেই।রাজ্যে গণতন্ত্র ধংশকারি তৃণমূল দলকে এই রাজ্য থেকে বিতাড়িত করতে যদি আমাকে গদ্দারী করতে হয় তাহলে আমি গর্বিত। মুকুল রায় এ রাজ্যের উন্নয়নসম্পর্কে বলতে গিয়ে বলেন রাজ্যে কসমেটিক্স  উন্নয়ন ঘটেছে বলে তিনি কটাক্ষ করেন।রাজ্যের শিল্প সম্পর্কে মুকুল রায় বলেন বাম আমলে দেখেছি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যেতি বসু এবং সোম নাথ চ্যাটার্জি মাঝে মধ্যে ই বিদেশে যেতেনশিল্প আনতেপরে দেখা যেত শিল্প যেমন তেমন স্বাস্থ্যের কারণেই হাওয়া পরিবর্তন  করাই  তাদের মূল উদ্দেশ্য ছিল।

বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী বামেদেরএই বিদেশ যাওয়ার ব্যাপারটাইতিমধ্যেই রপ্ত করে ফেলেছেন।তবেশিল্পের ঘরে বড় জিরো ছাড়া কিছুইআনেননি। তিনি শাসক দলকে বিগত ২০১১সালের পর থেকে এ রাজ্যে কত শিল্প হয়েছে তার একটি শ্বেতপত্র প্রকাশ করবার জন্য  দাবি করেন।মুকুলবাবুু বলেন আপনারা একটা  জিনিস হয় তোলক্ষ করেছেন বেশ কিছুদিন থেকেই মমতা ব্যনার্জি
তার ব্যনারে বা ফ্লেক্সের মাঝে আর সততার প্রতীক কথাটা লিখেন না। কারনতার সততার খবর কারো আর
অজানা নেই।সারদা নারদা কান্ড থেকেই সততার প্রতীক কথাটা মুছে গিয়েছে।

সংঘাত আমার সাথে সেখান থেকেই। আমি চাই সততার প্রতীক বলে যিনি দাবী করতেনতিনি কি জানতেন সারদা নারদা কাণ্ডেআসল ঘটনা কি ঘটেছিল?

মুকুল রায় বলেন আমি এখনো বলছি আমি যদি কোন অন্যায় করে থাকি আমারও যেন সাজা হয়।বিজেপি নেতা মুকুল রায়নির্বাচনী সভায় রাজ্যের মন্ত্রী পার্থচট্টোপাধ্যায় সম্পর্কে কটাক্ষ করে বলেনপার্থবাবু নাকি হঠাৎ করেই রাতে ঘুমথেকে উঠে পড়ছে।চিকিৎসকরা বলেছেনএই রোগের নাম নাকি ইডি রোগ।মুকুলবাবু মঞ্চের উপর থেকেই পার্থ বাবু মন্ত্রী হয়েও কোন কোন চিট ফান্ডের
অনুষ্ঠানে গিয়ে বক্তব্য রেখেছেন তার ছবিদেখান।কয়েক হাজার মানুষের সামনে উচ্চ স্বরে বলেন আপনারা গ্রাম বাংলা
থেকে সন্ত্রাসের দল তৃণমূলকে একটি ভোটও দেবেন না তো। জোরে জোরে হাত তুলে বলুন আমাকেআশ্বস্ত করুন বললে সবাই হাত তুলে
তার কথায় সায় দেয়।

মুকুলবাবু বলেন তিনি ত্রিপুরাতে গিয়ে একটি স্লোগান দিয়েছিলেন যা মানুষ করে দেখিয়েছে।এখানেও একটি স্লোগান নুতন করে একটি স্লোগান নুতন করা হয়েছে যা আপনাদের বলতে হবে ও করে দেখাতে হবে।বিজেপির এই নতুনস্লোগানটি হল চলো যাই বাংলা বদলাই।জনসভায় বক্তব্য রাখেন বিজেপিরউত্তরদিনাজপুর জেলার সভাপতি নির্মলদাম,নিমাই কবিরাজ সহ কয়েকজনপ্রার্থী।সভায় বিজেপির বিশিষ্ট নেতৃত্বদেরমধ্যে উপস্থিত ছিলেন জেলার সাধারণসম্পাদক অমিত সাহা,কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপির পালক রূপক রায়,রাজ্য মহিলা সেলের সহসভানেত্রী দোলা মোদক,রানা প্রতাপঘোষ, রাজ্য নেতা প্রদীপ সরকার,গৌরাঙ্গদাস ও জগন্নাথ ভট্টাচার্য ।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

5 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

5 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

5 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

5 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

5 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

5 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: