Categories: রাজ্য

উত্তর দিনাজপুরের আম যাচ্ছ বিহার,বাংলাদেশ সহ প্রতিবেশী রাজ্যে

চলতি মরশুমে উত্তর দিনাজপুর জেলায় আমের রেকর্ড ফলন হয়েছে। জেলা উদ্যান পালন দপ্তর সেই আম বাংলাদেশের বাজারে পাঠানোর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি এখানকার আম বিহার ও ঝাড়খণ্ডে পাঠানো হচ্ছে।জেলার ল্যাংড়া, ফজলি, হিমসাগর,সূর্যাপুরী প্রভৃতি আমের সুখ্যাতি রয়েছে।সেই সব আমের ফলন এবারে খুবই ভালো হয়েছে। তবে বাংলাদেশে মূলত ল্যাংড়া ও হিমসাগর আম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, সোমবার  ন্যাশনাল হর্টিকালচারবোর্ড ও রাজ্য উদ্যান পালন দপ্তরের আধিকারিকেরা উত্তর দিনাজপুর জেলায় এসে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ প্রভৃতি এলাকার বেশ কিছু বাগান ঘুরে দেখেন। জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখানকার আম, লিচু,লেবুর বাগান দেখে আধিকারিকরা খুশি হয়েছেন।

জেলায় আমের ভালো ফলন নিয়েও তাঁরা উৎসাহিত। জেলা উদ্যানপালন আধিকারিক দীপক সরকার বলেন, চলতি মরশুমে জেলায় রেকর্ড পরিমাণ আমের ফলন হয়েছে। এখানকার আম বাংলাদেশে আম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।পাশাপাশি এখান থেকে বিহার,ঝাড়খণ্ডেও আম যাবে। ন্যাশনাল হর্টিকালচার বোর্ডের কনসালট্যান্ট জগমোহন রেড্ডি দিল্লিথেকে ও রাজ্য উদ্যান পালন দপ্তরের অ্যাসিট্যান্ট ডিরেক্টর এস এস কুর্তি জেলায় এসে ছিলেন। তাঁরা বেশ কিছু আম, লিচু ও লেবুর বাগান ঘুরে দেখেছেন। বাগান ও ফলন দেখে তাঁরা খুশি। তাঁরা নানা পরামর্শ দিয়েছেন ও সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। আগামী দিনে যাতে জেলায় আমের উৎপাদন আরও ভালো হয় তার জন্য আমরা এখন থেকেই কাজ শুরু করেছি। উদ্যান পালন দপ্তর জানিয়েছে, উত্তরদিনাজপুর জেলার ন’টি ব্লকেই কম-বেশি আম উৎপন্ন হয়। তবে রায়গঞ্জ,কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইটাহারে বিভিন্ন জাতের আমের বাগান রয়েছে।গোয়ালপোখর-১ ব্লকের মালকোটে সূর্যাপুরী আমের ফলন ভালো হয়।

গতবছর জেলায় ৩০-৩৫ হাজার মেট্রিক টনআম উৎপাদন হয়েছিল। এবারে সেই পরিমাণ অনেকটাই ছাপিয়ে৫০ হাজার মেট্রিক টন আম হয়েছে।মূলত, আবহাওয়া ভালো থাকায় এবারেআম গাছে প্রচুর মুকুল এসেছিল।কালবৈশাখীর দাপট তেমন না থাকায় আম সেভাবে ঝরেও পড়েনি। এছাড়াও রোগ পোকার আক্রমণ সেভাবে না হওয়াতে এখনও পর্যন্ত জেলার সব ক’টি ব্লকেই আমের ফলন খুব ভালো রয়েছে।বিভিন্ন জায়গার পাইকারি ক্রেতারা আমকেনার জন্য আনাগোনা শুরু করেছেন।জেলার ল্যাঙডা ।

admin

Share
Published by
admin

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

1 day ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

1 day ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

1 day ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

1 day ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

1 day ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: