Categories: বিনোদন

পশ্চিম মেদিনীপুরে বাইক আর ইনোভা গাড়ীর মুখোমুখি সংঘর্ষ , মৃত ১

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের৷ বুধবার রাত্রি ১০টা নাগাদ ঘটনাটি ঘটে ধর্মা সংলগ্ন গিরিধারীচক্ এলাকায়৷ ৬০ নং জাতীয় সড়ক ধরে দুর্গাপুর থেকে দীঘা যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ী৷ মেদিনীপুর প্রবেশের পথে ধর্মা ট্রাফিক মোড় থেকে কিছুটা আগে গিরিধারীচক্ এলাকায় জাতীয় সড়কের অন্যদিক থেকে আসা একটি বাইক আরোহীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়ীটির৷ সংঘর্ষের জোর এতটাই ছিল যে গাড়ীটি তার গতিপথের বিপরীতে ঘুরে যায় এবং বাইকটি জাতীয় সড়কের পাশে জমিতে ছিটকে পড়ে৷

স্থানীয় মানুষরা ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন এবং দেখেন যে বাইক আরোহীর মৃত্যু হয়েছে৷ অন্যদিকে গাড়ীটিতে থাকা ৬ জনের মধ্যে ৫ জন আহত হন৷ তবে আহত ৫ জনের মধ্যে একজন মহিলার বেশী চোট লাগায় কেবল মাত্র তাঁকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়৷ স্থানীয়দের অভিযোগ সামনেই পুলিশ থাকা সত্বেও প্রায় রোজই ছোট বড় দুর্ঘটনা এই এলাকায় ঘটেই থাকে৷ তাদের আরো অভিযোগ পুলিশ তোলা আদায় করতে দাঁড়িয়ে থাকে এই এলাকায়৷ তোলা দেওয়ার ভয়ে এবং পুলিশের হাত থেকে ভাগতে গাড়ীর চালকরা দ্রুত গাড়ী চালায় এবং যার জেরে দুর্ঘটনা ঘটে থাকে৷ উল্লেখ্য ৬০ নং জাতীয় সড়কের ওপর ধর্মা ট্রাফিক মোড়ের কাছে একটি টোল গেট বানানো হয়েছিল ৷

তবে কোনো এক অজ্ঞাত কারনে সেই টোল গেট চালু আর হয়নি৷ এই টোল গেটেই মেদিনীপুর কোতয়ালী থানার পুলিশ রীতি মতন রোজই বালি গাড়ী, ট্রাক্টর সহ বিভিন্ন গাড়ী দাঁড় করিয়ে তোলা আদায় করে বলেও স্থানীয়রা অভিযোগ করেন৷ বুধবারের দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল স্থগিত থাকে কিছুক্ষণ৷ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা৷

 

admin

Share
Published by
admin
Tags: car accident

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

4 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

4 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

4 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

4 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

4 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: