মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর কাছে আমাদের আবেদন তিনি আসুন আর এই জেদী ছেলেদের বাঁচান

মেডিকেলে অনশনের শুরু দু হপ্তা আগে। ছাত্রছাত্রীরা তার আগে নানাভাবে কর্তৃপক্ষের মন ভেজানোর চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। মিডিয়ার দৌলতে সবাই জানেন যে ছেলেরা যেখানে থাকে তা বাসযোগ্য নয়। হয়ত, সমস্যাটা এত তীব্র হতো না, যদি মেডিকেলে সীট ১৫৫ থেকে বেড়ে ২৫০ না হত। ছাত্ররা প্রায় ২বছর ধরে সব কষ্ট মেনে নিয়েছিল এই ভেবে যে নতুন ১১তলা হস্টেল হচ্ছে সেখানে সব ছেলেমেয়ের বাসস্থানের সমস্যা মিটে যাবে। কিন্তু, বাস্তবে দেখা গেল যে নির্ণীয়মান বাড়ীটি ছিল খুড়োর কল। কর্তারা আগে থেকেই সেখানে গুড়ে বালি দিয়ে রেখেছেন। সেই “হস্টেলে” ক্যান্টিন, গেস্ট হাউস, এমনকি শুনতে পাচ্ছি, সহকারী সুপারের কোয়ার্টার হবে। তারপর যে ছিবড়েটুকু পড়ে থাকবে সেটি হবে হস্টেল।

কথা হল, হস্টেলের মধ্যে কি এইসব নানা রকমারী জিনিস করা যায়? ছাত্ররা বলছে যে প্রথম বর্ষের ছেলেদের দেওয়ার পর যে সব সীট খালি থাকবে তা অন্য বর্ষের ছেলেদের দেওয়া হোক। কর্তৃপক্ষ বলছেন- একই হস্টেলে প্রথম বর্ষ বাদ দিয়ে অন্যবর্ষের ছেলেদের দেওয়া যাবে না, মেডিকেল কাউন্সিলের বারন আছে। মেডিকেল কাউন্সিল শুধু কেন, ছাত্রছাত্রী অভিভাবক কেউ রাগিং চায় না।অভিভাবকদের সাক্ষর সম্বলিত এ্যান্টি-রাগিং এভিডেভিট যেমন নেওয়া হয় তেমনি হোস্টেলে প্রথম বর্ষের ছেলেমেয়েদের আলাদা ব্লকে রাখার জন্য সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশ মেনে প্রথম বর্ষের ছেলেদের দুটি তলে সীট দিয়ে বাকি তলগুলি অন্য বর্ষের ছেলেদের দিলে মেডিকেল কাউন্সিলের নিয়ম কেন ভাঙছে, তা বোধগম্য নয়। যদি মেডিকেল কাউন্সিলের নিয়ম মেনে অন্য বর্ষের ছেলেদের ঐ বিল্ডিংয়ে না রাখা যায় তাহলে সেখানে গেস্ট হাউস হচ্ছে কি করে? তাহলে, সঙ্গত কারনে প্রশ্ন আসে প্রশাসনের এই অস্বাভাবিক আচরনের কারন কি?

কলকাতা মেডিকেল কলেজ ছাড়া আরো অনেক মেডিকেল কলেজ আছে। আমরা তো কখনো শুনিনি যে হস্টেলে কে কোথায় থাকবে তা নির্ধারন হোস্টেল কমিটি বা প্রিন্সিপাল না করে অন্য কোন উর্ধ্বতন কর্তৃপক্ষ করেন। এ নিয়ে কখনো বিতর্কও হয় নি। মেডিকেলের স্থানীয় প্রশাসনের অযোগ্যতাই ছাত্রছাত্রীরা অনমনীয় মনোভাব নিয়েছে ও অনশনের মত কঠিন পথ নিতে বাধ্য হয়েছে। পরবর্তীকালে এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রী হস্তক্ষেপ করেছেন বলে নানা সূত্রে খবর পাওয়া যাচ্ছে। বস্তুত: এ সবই খুবই অনভিপ্রেত যা এই অল্প বয়সী ছেলেমেয়েদের হতাশার কারন হয়ে দাঁডিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবকা। তিনি নিজে একসময় দীর্ঘ্য অনশন করে অন্যায়ের প্রতিবাদ করেছেন। আজ এই অল্পবয়সী ছেলেমেয়েরা তাঁর দেখানো পথে স্থানীয় প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁডিয়েছে- তাদের প্রত্যাশা মুখ্যমন্ত্রী হিসেবে নয়, লড়াকু নেত্রী অগ্নিকন্যা তাদের পাশে দাঁড়াবেন।
নেত্রী নিশ্চয় ই সব খবর রাখেন। তিনি নিশ্চয় জানেন এই আন্দোলনের কোন রাজনৈতিক লক্ষ্য নেই, ছাত্রছাত্রীরা প্রশাসনকে দুষেছে কিন্তু নেত্রীর বিরুদ্ধে কোন স্লোগান দেয়নি। এই আন্দোলনে নানা ধরনের মানুষ এসেছেন, তাঁর ঐতিহাসিক আন্দোলনে যেমন গেছিলেন- কিছু সিনিয়ার ডাক্তার, মানবাধিকার কর্মী, বোলান গঙ্গোপাধ্যায়-রন্জিত সুররা যেমন এসেছেন তেমনি এসেছেন প্রাক্তন উপাচার্য্যরা, এসেছেন রাজনৈতিক কিছু মানুষ তাঁদের তকমা বাদ দিয়ে, কবীর সুমন ও এসেছেন। পুন্যব্রত প্রথম থেকে আছেন কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে। কমলেশ্বর-পল্লবরাও এসেছেন মেডিকেলের প্রাক্তনী হিসেবে। যিনিই আসুন যাই বলে থাকুন রাজনীতির কথা কেউ বলেননি। সবাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। সাংস্কৃতিক জগতের মানুষরা আবেগেপ্রবন- তাঁরাও তাদের মত করে আবেদন জানিয়েছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় ও শঙ্খ ঘোষের আবেদন এ প্রসঙ্গে বিশেষ উল্লেখের দাবী রাখে। এই আন্দোলনের রাশ ছাত্রছাত্রীদের হাতে। বহিরাগত কারো প্ররোচনায় এই আন্দোলন শুরু হয় নি, অন্য কারো পরামর্শ ছাত্রছাত্রীরা মানতেও চাইছে না। তাই, এই আন্দোলনকে রাজনৈতিক তকমা দিলে তা খুবই দুর্ভাগ্যজনক হবে। তা নাহলে, আমরা যারা প্রতীকি অনশনে সামিল হয়েছিলাম তারা প্রথম থেকেই অনশন বাদ গিয়ে অন্য কোন পদ্ধতিতে প্রতিবাদ করার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু, ছাত্রছাত্রীরা যেমন তা মানতে রাজী হয় নি তেমনি তারা তাদের অভিভাবকদের কথাও তারা শুনছে না।
এই অবস্থায় ১৪ দিন অতিবাহিত হয়েছে। একজন মাত্র মানুষ এক কথায় এই আন্দোলনের পরিসমাপ্তি করতে পারেন। তিনি হলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তাঁর কাছে আমাদের আবেদন তিনি আসুন আর এই জেদী ছেলেদের বাঁচান। এতে এই ছেলেদের যেমন প্রান বাঁচবে তেমনি তাঁরই রাজনৈতিক জয় হবে। এরা মেডিকেল কলেজের উজ্জ্বল ছাত্রছাত্রী। রাজনীতির প্যাঁচপয়জারে এদের ভবিষ্যত যেন অন্ধকারাচ্ছন্ন না হয় তা নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নিন।

Satwajit Mondal

Share
Published by
Satwajit Mondal

Recent Posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: মন্তব্য করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

রাজভবনের এক কর্মীর অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে…

23 hours ago

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

সামাজিক বার্তা, পরিবেশ বার্তা। নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী…

23 hours ago

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

3 days ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

3 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

3 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: