লক্ষাধিক মানুষের ভীড় হবে ২৮ জুলাইয়ের সভায় – রমা প্রসাদ গিরী

আগামী পরশুদিন অর্থাত্ ২৮ জুলাই মেদিনীপুর কলেজ মাঠে রয়েছে এক বিশাল জনসভা৷ বিজেপির পালটা জনসভা করছে তৃণমূল কংগ্রেস৷ গত ২১ জুলাই ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জনসভার ডাক দেন৷ আর তারপরই শসব্যস্ত হয়ে পড়েছেন জেলার তৃণমূল নেতৃত্বরা৷ ঠিক একই স্থানে তৈরী হচ্ছে সভামঞ্চ৷ অর্থাত্ মেদিনীপুর কলেজ মাঠে যে স্থানে প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেছিলেন সেই একই স্থানে জনসভা করা হচ্ছে৷ তৃণমূল কংগ্রেস নেতা রমা প্রসাদ গিরী, গোপাল সাহা, অজিত মাইতি সহ একাধিক নেতৃত্বরা প্রায় রোজই মাঠ পরিদর্শন করছেন৷ আঝ সকাল থেকে ভারী বৃষ্টির জেরে সমগ্র মাঠ জলে পরিপুর্ণ৷ রমা প্রসাদ গিরী মাঠ পরিদর্শন করেন৷ সাথে ছিলেন গোপাল সাহা সহ অন্যান্য তৃণমূল কর্মীরা৷ রমা প্রসাদ গিরী বলেন বৃষ্টিকে উপেক্ষা করে লাখ লাখ মানুষের ভিঁড় হবে এই জনসভায়৷ খোলা মঞ্চে বক্তব্য রাখবেন রাজ্য নেতৃত্বরা৷ বিজেপি সরকারের টাকা আছে তাই তারা শামিয়ানা করেছিল, তৃণমূল কংগ্রেসের এত টাকা নেই তাই খোলা মঞ্চকেই বেছে নেওয়া হয়েছে৷

অন্যদিকে রমা গিরী আরো বলেন যে ২১ জুলাই শহীদ দিবসে যেভাবে মানুষেরা বৃষ্টিকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে ভীড় করেছিলেন ঠিক তেমনই ২৮ জুলাইয়ের সভাতেও হবে৷ প্রতিবেশী রাজ্যগুলি থেকে লোক এনে সভায় ভীড় করেছিলেন মোদী সরকার৷ ২৮ জুলাই কেবল মাত্র পশ্চিম মেদিনীপুর জেলা থেকে লাখ লাখ মানুষের সমাগম গুঝিয়ে দেবে যে বজপ সরকারকে দরকার নেই এই রাজ্যে৷ রোজই ছোট বড় পথ সভা, মিটিং মিছিল করা হচ্ছে ২৮ জুলাই জনসভার সমর্থনে৷ সভায় মুখ বক্তা হিসেবে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব৷

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

3 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

3 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

3 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

3 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

3 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: