নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ব্রিজ কালী এলাকার সেতুর মেরামতি চলছে

নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ব্রিজ কালী এলাকার সেতুর মেরামতি চলছে এই অভিযোগ তুলে সেতু মেরামতির কাজ বন্ধ করে দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ৮ নং ওয়ার্ডের ব্রিজ কালী এলাকায় রয়েছে একটি সেতু। দীর্ঘদিন ধরে সেতুটি জীর্ণ দশায় ছিল। সেতুটি বিভিন্ন অংশে ফাটল ধরা থেকে শুরু করে সেতুটির একটি অংশ বসেও গিয়েছিল। ৫১২ নং জাতীয় সড়কের উপর অবস্থিত এই সেতুটি দিয়ে বালুরঘাট থেকে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ রক্ষায় ভারী যানবাহন চলাচল করত দীর্ঘদিন ধরে। এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তে সেতু ভেঙ্গে পড়ার ঘটনার পরেও এই সেতুর উপর দিয়ে যাতায়াত করছিল ভারী যানবাহন। এরপর সেতুটির জীর্ণদশার চিত্র সংবাদপত্রের শিরোনামে উঠে আসলে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কোন রকম ঝুকি না নিয়েই সেতুটি দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে এবং সেতুটির মেরামতি শুরু করে। এবং দুর্গাপূজার আগে সেতুটি জনসাধারনের যাতায়াতের সুবিধার্থে তড়িঘড়ি খুলে দেওয়ার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে একটি ঠিকাদার সংস্থাকে দিয়ে দিন রাত এক করে সেতুটি মেরামত করার কাজ চলছিল।                      কিন্তু সেতু মেরামতির জন্য নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহৃত হচ্ছে এই অভিযোগ তুলে সোমবার সন্ধ্যায় সেতু নির্মাণের কাজ বন্ধ করে দেয় প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা। দক্ষিণ দিনাজপুর বিজেপির মিডিয়া সেল-এর আহ্বায়ক অভিজিৎ রায় অভিযোগ করে বলেন আমরা কয়েকদিন ধরেই দেখছি সেতু মেরামতির জন্য বালি, পাথর, সিমেন্ট এবং লোহার রড নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করে বলেন সেতু মেরামতির জন্য শ্রমিকদের সুরক্ষা মানা হচ্ছে না। এর পাশাপাশি এদিন বিজেপি কর্মী সমর্থকরা উন্নত মানের নির্মাণ সামগ্রী দিয়ে সেতু মেরামতির দাবী ছাড়াও সেতু মেরামতির কাজ সরজমিনে জেলা শাসককে খতিয়ে দেখার দাবীও জানান। এই বিষয়ে কাজের বরাদ পাওয়া ঠিকাদার সংস্থার কর্মীরা কিছু মন্তব্য করতে চাননি এদিন। তবে ঘটনাস্থলে উপস্থিত বালুরঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলার এবং বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য শংকর দত্ত বলেন আমি কাজ দেখতে আসেনি বা গুনগত মানের বিষয় আমার জানার কথাও না। এই বিষয়টি জাতীয় সড়ক দপ্তরের বিষয়, তারাই এটা ভাল বলতে পারব। তবে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুনগত মান ভাল এটা সবাই বলবে।

Rimi Alam

Share
Published by
Rimi Alam

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

24 hours ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

1 day ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

1 day ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

1 day ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

1 day ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

1 day ago
https://www.banglaexpress.in/ Ocean code: