দু ‘বছর আগে বন্যায় খারাপ হওয়া তিনটি টিউবওয়েল এখনও অকেজো, চাষিদের ব্যাপক ক্ষতি

হাওড়া: হাওড়া জেলার আমতা ও উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের উদয়নারায়ণপুর ও জয়পুর থানা এলাকায় গত ২০১৬ সালের ভয়াবহ বিধ্বংসী বন‍্যার পর উদয়নারায়ণপুরের একটি ও আমতার দুইটি ডিপ টিউবওয়েল বিকল হয়ে পড়ে। এরপর থেকে এলাকার কৃষক পর্যায়ক্রমে জনপ্রতিনিধি ও বিভাগীয় দপ্তরে আবেদন নিবেদন করে আসছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। একবার জনপ্রতিনিধিদের কাছে ও আবারো বিভাগের আধিকারিকদের কাছে ঘুরেই চলেছে এলাকার কৃষক চাষাবাদে স্বার্থে।

বিভাগের আধিকারিক দের সাথে যোগাযোগ করে জানা যায় উদয়নারায়ণপুরের ও আমতার বিধায়ক সমীর কুমার পাঁজা, অসিত বরণ মিত্র, সেই সঙ্গে হাওড়া জেলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ রমেশ চন্দ্র পাল এলাকার কৃষকদের ও চাষাবাদের স্বার্থে বারোংবার বিভাগের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ইতিমধ্যে আধিকারিকরা বিভাগের কর্মীদের নিয়ে তদন্ত করে দেখেছেন যে এই তিনটি ডিপ টিউবওয়েল পুনরায় নতুন করে চালু করতে হবে।

একারণে এই তিনটি ডিপ টিউবওয়েল এলাকার কৃষক চাষাবাদে ভিষণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা অস্বীকার করা যায় না। কারণ কৃষক সহজাত প্রবৃত্তির অনুসরণ করায় চাষাবাদ করতে গিয়ে দূর দূরান্ত থেকে কয়েকশো ফুট লম্বা লম্বা দমকলের জলডেলিভারী পাইপলাইন করে জল নিতে গিয়ে,জল ও কেরসিন, দমকলের ভাড়া বা চার্জ দিতে হিমশিম খাচ্ছেন এলাকার কৃষক পরিবার। এক ঘন্টায় দেড়শত টাকা, কেরসিন এক লিটার পঞ্চাশ টাকা,জল কর বিঘা পিছু একশত টাকা এই ভাবেই কৃষক চাষাবাদের স্বার্থে বাধ‍্য হচ্ছেন। ফলে কৃষকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথচো এই ডিপ টিউবওয়েল জল সরবরাহ সচল থাকলে অনেক টাই কৃষক চাষাবাদে লাভোবান হতেন।

আবার বেশ কিছু কৃষক চাষাবাদ না করে বাধ‍্যহয়ে অন‍্যকাজে দিনমজুরের কাজ করছেন ।ঘনশ‍্যামচক ও জয়পুর উত্তর ,পূর্ব, এলাকার কৃষক পরিবার সূত্রে জানা গেছে। এ সম্পর্কে আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল বলেন,ক্ষুদ্র সেচ দপ্তরে আমরা প্রস্তাব পাঠিয়েছি নতুন করে ডিপ টিউবওয়েল তৈরি করার জন্য। আশাকরি আগামী বছর চাষের আগেই নতুন ডিপ টিউবওয়েল গুলি তৈরি হয়ে যাবে।

Susmita Sarkar

Share
Published by
Susmita Sarkar

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

2 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

2 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

2 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

2 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

2 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: