রাত্রের অন্ধকারে ক্লাব ভেঙ্গে ফ্ল্যাট তৈরী, এলাকায় চাঞ্চল্য

ঝাড়গ্রাম: শহরের রঘুনাথপুর এলাকায় ১৪ নম্বর ওয়ার্ডে সত্তরের দশকে মাঝামাঝি এই অগ্রদূত ক্লাবটি তৈরি হলেও ক্লাবের রেজিস্ট্রেশন হয় ১৯৭৯ সালে। এই অগ্রদূত ক্লাবের কালীপুজো বিখ্যাত ছিল। এখনও এই ক্লাবের উদ্যোগে এখনও কালী পুজো হয়। এই ঘটনার আড়ালে প্রমোটারি চক্র থকার অভিযোগ তুলেছেন ক্লাবের অধিকাংশ সক্রিয় সদস্যরা। তাঁদের বক্তব্য, দ্বোতাল ক্লাবের পাশে একটি বাড়িতে এক বিধবা মহিলা বাস করতেন। বছর খানেক আগে তিনি মারা যাওয়ার পর তাঁর উত্তরসূরী একটি প্রমোটারি গোষ্ঠীর কাছে বিক্রি করে দেন। সম্প্রতি, সেখানে বাড়িটি ভেঙে বহুতল তৈরির কাজ শুরু হয়েছে। বহুতল নির্মাণের পাশে ক্লাবটি রয়েছে। তাই প্রমোটারি গোষ্ঠী ক্লাবটি ভেঙে জমি দখল করতে চাইছেন বলে ক্লাব সদস্যদের একাংশের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১১ টা নাগাদ জেসিবি মেশিন দিয়ে অগ্রদূত ক্লাবটি জেসিবি মেশিন দিয়ে ভাঙা হচ্ছিল। সেই সময় খবর পেয়ে ক্লাব সম্পাদক তরুণবাবু বাধা দিতে এলে দুষ্কৃতিরা লোহার রড দিয়ে তাঁকে মারধর করে বলে অভিযোগ। ক্লাবের এক সদস্য বলেন, শুক্রবার রাত দশটা নাগাদ আমরা ক্লাব থেকে ক্রাম খেলে বাড়ি গিয়েছিলাম। সাড়ে ১১ টা নাগাদ খবর পায় কিছুজন দুষ্কৃতি ক্লাব ভাঙতে এসেছিল। ক্লাব যাতে অক্ষত থাকে সেজন্য স্থানীয় কাউন্সিলার তথা পুরসভার চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানিয়েছিলাম। চেয়ারম্যান সেই চিঠিতে ক্লাব যাতে ঠিক থাকে সে ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু গত কালের ঘটনায় আমরা জরুরী মিটিং করে মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে আসব।

এদিন হাসপাতালের বেডে শুয়ে ক্লাব সম্পাদক তরুণকুমার পান্ডা বলেন। শুক্রবার ক্লাব ভাঙার খবর পেয়ে যেতেই দেখি জেসিবি দিয়ে ক্লাবটি ভাঙা চলছে। বাধা দিতে আমাকে বেধড়ক মারধর করা হয়। এমনিক জেসিবি চাকার উপরে আমাকে চেপে ধরা হয়েছিল। স্থানীয় লোকজন বেরিয়ে যাওয়ায়  প্রাণে বেঁচে গিয়েছি।

Susmita Sarkar

Share
Published by
Susmita Sarkar

Recent Posts

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

1 hour ago

“আমার সঙ্গে কি লড়বে, আগে দেবাংশুর সঙ্গে লড়ুক”- মহিষাদলের সভায় আরও যা বললেন মমতা

তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছাত্র-যুব প্রতিনিধি দেবাংশু ভট্টাচার্য। ব্রিগেডের ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়…

1 hour ago

২৬ হাজার চাকরি বাতিল নিয়ে এবার মুখ খুলল এসএসসি, দাবি, তিনবার হলফনামা দেওয়া হয়েছে

২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল ইস্যুতে তোলপাড় রাজ্য। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়…

1 hour ago

‘বোমা ফাটাবে বলে ২৬ হাজার চাকরি খেয়ে নিল’- বিজেপিকে নিশানা মমতার

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীর চাকরি বাতিল…

1 hour ago

কাকের বাসায় কোকিল এসে ডিম পেড়ে চলে যায়, কোকিল বড় হয়ে পালিয়ে যায়, কেন এ কথা বললেন মমতা?

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে নির্বাচনী জনসভায় অংশ নিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

2 hours ago

৩০ এপ্রিলের মধ্যে আরও ৫৯ হাজার লোকের চাকরি যাবে, নির্বাচনী সভা মঞ্চ থেকে হুশিয়ারি বিজেপি বিধায়কের

একটি নির্বাচনী জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী দিনক্ষণ নির্দিষ্ট করে বড় বোমা ফাটার…

2 hours ago
https://www.banglaexpress.in/ Ocean code: