Categories: রাজ্য

গঙ্গাসাগর ও কুম্ভ মেলায় উদ্ধারকাজে দু হাজার সাঁতারু নিয়োগ করছে ভারত সেবাশ্রম সংঘ

কলকাতা: প্রতিবছর গঙ্গাসাগর কুম্ভ মেলা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানে তীর্থযাত্রীদের সহযোগিতায় এবং তাদের উদ্ধার কাজে নেমে পড়েন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। এবছর দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে গঙ্গাসাগর মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের উদ্ধার কাজে দেড় হাজার ও এলাহাবাদের কুম্ভ মেলায় ৫০০ সাঁতারু নিয়োগ করছে ভারত সেবাশ্রম সংঘ। আজ সোমবার কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান, ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ।

তিনি বলেন, তীর্থ যাত্রীদের গঙ্গাসাগরের যাত্রাপথে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তাই পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে লট নম্বর এইট,কচুবেড়িয়া, নামখানা, চেমাগুড়ি ও গঙ্গাসাগর মেলায় স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি পয়েন্টে যাত্রীদের সুবিধার জন্য ডাক্তারখানা, ভ্রাম্যমান মেডিকেল ইউনিট এবং লাইফ জ্যাকেট পরিহিত সাঁতারু প্রস্তুত থাকবে যেকোনো সমস্যার মোকাবিলায়। সংঘের ক্যাম্পের মাধ্যমে প্রতিদিন ১০ হাজার লোককে নিঃশুল্ক খাবার বিতরণ, গরিব ও দুস্থদের শীতবস্ত্র, কম্বল দান এমনকি রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে।

ইতিমধ্যেই  পুরীর সমুদ্রতটে  এই সাঁতারু এবং স্বেচ্ছাসেবকদের  কিভাবে মানুষকে উদ্ধার করা হবে তা নিয়ে  প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেইসব প্রশিক্ষিত যুবকদেরই  এই দুই মেলায় নিয়োগ করা হচ্ছে। এ বছর এলাহাবাদের কুম্ভ মেলা শুরু হচ্ছে ১৫ জানুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। সেখানেও যাঁরা পুন্য স্নান করতে আসবেন সেই সমস্ত তীর্থযাত্রীদের বিনামূল্যে ঔষধ ,অক্সিজেনের ব্যবস্থা করার পাশাপাশি জলে ডুবে গেলে বা অন্য কোন ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করতে প্রশিক্ষিত সাঁতারুরা কাজ করবে বলে তিনি জানান।

কুম্ভ মেলার দায়িত্বে থাকা স্বামী সত্যমিত্রানন্দ মহারাজ বলেন, শুধু তীর্থযাত্রীদের সহযোগিতাই নয়, হিন্দু ধর্মের বিভিন্ন আচার-অনুষ্ঠান, দেবদেবীর মূর্তি এবং মডেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে কুম্ভ মেলাতে। এছাড়া সুবৃহৎ মন্দির তৈরি করা হচ্ছে যেখানে দেবাদিদেব মহাদেবের, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্র এবং শ্রী গুরু ভগবান আচার্যদেবের সুন্দর মূর্তি প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়া সেখানে থাকছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। সুসজ্জিত রামায়ণ ও মহাভারতের উজ্জ্বল ঘটনাবলীর ওপর নানা প্রদর্শনী। মেলার ধর্মীয় এবং আধ্যাত্মিক পরিবেশ কে সমৃদ্ধ করার জন্য প্রতিদিন থাকছে ভজন, কীর্তন, হোম, যজ্ঞ, ভক্তিগীতি, ধার্মিক এবং আধ্যাত্মিক প্রবচন ,ভাগবত কথা, পুজা আরতি এবং প্রসাদ বিতরণ।

সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন , তীর্থযাত্রীদের জন্য ১০ শয্যা বিশিষ্ট একটি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে সেলাইন, ইসিজি ,অক্সিজেনের যেমন ব্যবস্থা থাকছে তেমনি ২৪ ঘন্টা ডাক্তার উপস্থিত থাকবে। সংঘের কলকাতা, দিল্লি, জম্মু, বারাণসী ,পুষ্কর, এলাহাবাদ গয়া ,পুরী, বোম্বে সহ বিভিন্ন শাখা থেকে সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবকবৃন্দ ইতিমধ্যেই রওনা দিয়েছেন কুম্ভ মেলার উদ্দেশ্যে। সংঘের এইসব কাজের পাশাপাশি থাকছে সাধু-সন্ত পদযাত্রা। দেশ বিদেশ থেকে যে সমস্ত সাধু-সন্তরা এই কুম্ভ মেলায় আসেন তাদের থাকা খাওয়া এবং অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান করতে সহযোগিতা করা হয় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে।

Susmita Sarkar

Share
Published by
Susmita Sarkar

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

1 day ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

1 day ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

1 day ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

1 day ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

1 day ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

1 day ago
https://www.banglaexpress.in/ Ocean code: