তৃনমূলের এমপিদের দাঁড় করানো হয়েছে লোকের সার্ভিস দেবার জন্য নয় দিদিমনিকে তুষ্ট করার জন্য : সুজন চক্রবর্তী

ঝাড়গ্রাম: তৃনমূলের এমপিদের দাঁড়করানো হয়েছে লোকের সার্ভিস দেবার জন্য নয় দিদিমনিকে তুষ্ট করার জন্য ঝাড়গ্রামে দলীয় পার্টি অফিসে এসে এমনই মন্তব্য করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি জানান তৃণমূলের এমপিদের দাঁড়করানো হয়েছে লোকের সার্ভিস দেবার জন্য নয় দিদিমনিকে তুষ্ট করার জন্য সেইকারনে লোক বাসুদেব আচারিয়াকে পেলেও মুনমুন সেনকে পায়না এটাই বাস্তব। মেদিনীপুরে প্রবোধ পান্ডাকে পায় সন্ধ্যা রায়কে না পাওযার গল্প আছে ,ঝাড়গ্রাম ও ঘাটালের ক্ষেত্রেও তাই।

আমি আশা করছি না এনারা মানুষের কাছে কি নিয়ে যাবেন ওরা যাবার মত কিছু নেই যে যাবে তাই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এখন আবার ভোট এসে গেছে বলে ঘুরঘুর করছে। ঐ জন্যই বলছি ভোট যদি ঠিক মত হয় তৃণমূল খড়কুঠোর মত উড়ে যাবে ,কারন মানুষকে ভরসা বামপন্থী রাই দেবে ২০২১ এর ভোট টা উনি এখন থেকে ভাবতে থাকুন না হলে ওনার পরিত্রান নেয় ২০১৯ তো এই রাজ্যের ভোট নয়, নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বলেন যে ২০২১ ওনাকে ভোট পিছিয়ে দেওয়ার কথা ভাবতে হবে।

তিনি আরো বলেন জঙ্গল মহল কেমন আছে উনি উনার স্নেহের কন্যাকে জীঞ্জাসা করতে পারেন যিনি ওনাকে মা ডেকে কৃতাত্ব হয়েছিলেন নাম না করে ভারতী ঘোষ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে একসঙ্গে কড়া ভাষায় সমালোচনা করলেন বর্ষীয়ান সি পি এম নেতা সুজন চক্রবর্তী। জঙ্গলমহল যখন হাঁসছে তখন পুলিশ দিয়ে সমস্ত কিছু মেনটেন করা হচ্ছে  এবং সফরের সময় পুলিশ দিয়ে মুড়ে ফেলা হচ্ছে কেন এই প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন যে তেনারা নির্দেশ দিয়েছিলেন মুড়ে দিতে হবে তখন কন্যাসমা মুড়ে দিতেন এখনও আবার সেই অভ্যাসটা কারুর কারুর আছে, কিন্তু আমি বলব বেশি মা, মা না করায় ভাল।

কিষেনজী ঘনিষ্ঠ হয়েছিলেন কিষেনজীর পরিনতি ভাল হয়নি কন্যা খুব মা মা করেছিলেন তার পরিনতি খুব ভাল হয়নি | কিন্তু কেও যদি বেশী ঘনিষ্ট হতে চান তাহলে তাকে ভেবে চিন্তে এগোতে হবে। যেমন পাছে না বিপদে পড়ে। তিনি বলেন দেশ বাঁচাতে পারে একমাত্র বাম,বাংলা বাঁচাতে পারে একমাত্র বাম। জঙ্গলমহল সেই জঙ্গলমহলের রাস্তা নেই, ঘাট নেই, জল নেই, বিদ্যুত নেই, খাবার নেই, সেই জঙ্গলমহলকে জঙ্গলমহল হিসেবে চিনিয়েছে জীবিকা, লেখাপড়া সহ গ্রাম বিদ্যুত পৌছে দেওযা সহ বদলেছে পজেটিভ বাম।

সেটাকে বারোটা বাজানোর বন্দোবস্ত করছে তৃনমূল তাই দেখে রাগ মাগ করা তৃনমূলের সঙ্গে আসা বাহিনী বিজেপি বিজেপি ঘুরছে কিনা তৃনমুল নেত্রী হিসেব করে দেখুক। দুজনকে আমাদের একসাথে লড়তে হবে। রাজনৈতিক সভা যে কেউ করতে পারুক এরকম পরিবেশ থাকা উচিত কিন্তু রথযাত্রা অর্থাত রাজনীতির নামে সাম্প্রদায়ীকতা সেটা এলাও করা যায় না। উনি রথযাত্রায় আপত্তি করেন নি কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে আপত্তি করেছেন সেটা ঠিক নয়। বামফ্রন্ট যখন ছিল তখন তৃনমূল যখন যেমন মিটিং করতে চেয়েছে কোনদিন আটকায়নি। এটা যেন মনে থাকে যে শাষকদল ও বিরোধীদলও প্রশাসনের কাছে সে অনুজাযী ডিশ্রিমেট করার কথা নয় যদি ডিশ্রিমেট করে তবে তার পতন অনিবার্য।

Susmita Sarkar

Share
Published by
Susmita Sarkar

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

2 days ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

2 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

2 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

2 days ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

2 days ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: