” কুয়াশা দেশের অন্তরীপ “

ঘরের দরজায় কড়া নাড়ছে কোলকাতা বইমেলা ২০১৯। আমরা যারা সারাবছর এই বইমেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি তাদের ভাবনায় বইয়ের একটা তালিকা থাকে বইকি। আসন্ন বইমেলায় তেমনই একটি কাব্যগ্রন্থের জন্য আমার অধীর প্রতীক্ষা।

এ বছর “অসময় প্রকাশনী ” থেকে প্রকাশিত হচ্ছে আপ্পি হোসেন এর প্রথম কাব্যগ্রন্থ ” কুয়াশা দেশের অন্তরীপ ”

ব্যক্তিগত পরিচয় সূত্রে জানি একান্ত নির্জন প্রিয়, লাজুক এই ছেলেটি তার ঐকান্তিক অনুভব যা সে বলতে পারেনা, গোপন প্রকোষ্ঠে তোলে নিরন্তর উথালপাতাল, সেই অনুভবের আধার করেন সাদাকালো অক্ষরসমুদ্রকে।

কবি যখন বিষাদের কথা বলেন, শোক যখন কবির রচনায় করুণ রসের সঞ্চার করে তখন ভিন্ন এক রসায়নে তা হয়ে ওঠে সুখদায়ক, তা নির্মল প্রশান্তি দেয় মনকে। কবি যখন বলেন, ” জীবন নামের একটি স্বপ্ন দেখেছি, আর কে না জানে স্বপ্নের রঙ ধূসর হয় ” তখন কবি কার্যত সাদাকালো ছাপিয়ে মানুষের অন্তরের সেই ধূসর আবছায়া, সেই আলো আঁধারি সত্যকে চরম মান্যতা দেন। যখন কবি উচ্চারণ করেন, ” অপেক্ষা আর দূরত্বকে নিয়মিত মাপি আমি,
উচ্ছ্বল সে হাসিমুখ তোমায় দেখি আমি,
………….
আসলে সেখানে সত্যি সত্যিই তেমন কিছু পাও কিনা আমি জানিনা অভিলাষী,
শুধু জানি আমার প্রতি তোমার এই সামান্য আগ্রহটুকুও আমায় অবাক করে, ভীষণ অবাক করে। “…. তখন কবির নিরুচ্চারে নিজেকে বিলিয়ে দিতে পারা প্রেমিক স্বত্ত্বার বিস্ময় প্রকাশ পায়। যেই মুহূর্তে কবির সুতীব্র আর্তনাদ, ” তোমাকে ছুঁয়ে যায় যখন অন্য কেউ,
চুমু আর সঙ্গমে শরীরে ওঠে তুফান ঢেউ……….
সেই সব আগুনে আত্মাহুতি দিয়ে আমি তখন আমি থাকিনা আর,
তোমাকে খুন করে ফেলি অজস্রবার ” তখন কবির প্রেমিক মনে ঈর্ষা হিংসা ক্রোধ এই শব্দগুলির স্বাভাবিক ও অবশ্যম্ভাবী উপস্থিতি প্রত্যক্ষ হয়। ষড় রিপুকে অস্বীকার করেননি কবি, কবি যে আদতে রক্তমাংসের।

কেবল প্রেম বিচ্ছেদ জাতীয় একান্ত ব্যক্তিগত অনুভবই শুধু নয়, সমাজসচেতন কবির লেখায় উঠে আসে দেশ, কাল, রাষ্ট্র, অস্থির পারিপার্শ্বিক পরিস্থিতির কথা, যেখানে কুকুর বিড়ালের মতো মরে যায় মানুষ, কোনো পার্থক্য থাকেনা মানুষ আর পশুর যাপনে। আর তাই তো সুতীক্ষ্ণ শ্লেষ, প্রতিবাদ ধ্বনিত হয় কবি কন্ঠে, ” ঔষধ কেনার টাকা চাই, সাদা কিংবা কালো
এই খুচরো জীবনে রুটি রক্ত ও সস্তায় মদ চাই _ অন্তত ঘুম হবে ভালো।
জুয়া খেলা বন্ধ কেনো?
আমি পারবনা ক্ষুধা জমিয়ে রাষ্ট্রকে প্রেম দিতে। ”

আসন্ন বইমেলায় বন্ধুরা ছুঁয়ে দেখুন এই তরুণ কবির প্রথম অক্ষরমালা, ” কুয়াশা দেশের অন্তরীপ “।

Susmita Sarkar

Share
Published by
Susmita Sarkar

Recent Posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: মন্তব্য করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

রাজভবনের এক কর্মীর অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে…

18 hours ago

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

সামাজিক বার্তা, পরিবেশ বার্তা। নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী…

18 hours ago

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

3 days ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

3 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

3 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: