Categories: রাজ্য

শান্তি ও সম্প্রীতির মেলবন্ধনে ভাঙড়ে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব

ভাঙড়:বিগত বছর গুলির মতো এবছরও ভাঙড়ে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব।কালিবাড়ী জাগ্রত সংঘের মাঠে দুদিন ধরে চলবে রঙের এই উৎসব।আট থেকে আশি সকলেই মাতেন রঙের হলি খেলায়।

ভাঙড়ের কলামন্থন একাদেমী অব্ ফাইন আর্টসের বসন্ত উৎসবে একাদেমীর ছাত্রছাত্রীরাই নাচে-গানে,কবিতায়-নাটকে মঞ্চস্থ করে সবার নজর কাড়ে।মহিলা ও কচিকাচারা ব্যাপক উৎসাহ নিয়ে রঙের খেলায় নিজেদের রাঙিয়ে তোলে।সবার জন্য এদিন দুপুরে মধ্যাহ্ন ভোজের ব্যাবস্থাও করা হয়।

নানা অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বিভাগে যারা ভালো ফলাফল করেছিল তাদের মঞ্চ থেকে পুরস্কার প্রদান করা হয়।তুলে দেওয়া হয় মেডেল ও সার্টিফিকেট।অনুষ্ঠান মঞ্চ থেকে পুরস্কার পেয়ে শিশুদের আনন্দ- উল্লাসে মাততে দেখা যায়।অভিভাবকদের চোখে-মুখেও ধরাপড়ে খুশির আমেজ।

এদিন উপস্থিত হয়েছিলেন, অভিনেতা সাহেব চ্যাটার্জি।তাঁকে কাছে পেয়ে মঞ্চে সেলফি তোলার ধূম পড়ে যায়।তিনি বলেন,ভাঙড়ে যে এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়,তা ভাঙড়ে না আসলে দেখতে পেতাম না।ভাঙড় সম্পর্কে আগে যে ধারণা ছিল সেটা ভেঙে গেল।

জেলা পরিষদের প্রাক্তন সদস্য কাইজার আহমেদ বলেন,আমরা আজ যেমন রঙ নিয়ে হলি খেললাম,ঠিক তেমনই ভোটের পর আবার রঙ নিয়েই হলি খেলব।তার আগে যেন আমাদের রক্তের হলিখেলা না দেখতে হয়।

এছাড়া এদিন উপস্থিত ছিলেন,ভাঙড় ১ ব্লকের বিডিও সুগত বসু,ওসি হাবুল কুমার আচার্য,সমাজসেবি জিয়ারুল ইসলাম, আমিরুল ইসলাম,মানস সর্দার,কৌশিক সর্দার প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিক পাল ও কেয়া ইসলাম।

বসন্ত উৎসবের উদ্দোক্তা তথা কলামন্থন একাদেমী অব্ ফাইন আর্টসের ডিরেক্টর সুমন দাস বলেন,এই উৎসবের মাধ্যমে আমরা সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্ঠা করি।হিন্দু-মুসলিম সকলে মিলে আমরা রঙের খেলায় মেতে উঠি।পাশাপাশি আমরা শান্তির বার্তাও দেওয়ার চেষ্টা করে থাকি।

Saddam Hossain Midda

Share
Published by
Saddam Hossain Midda

Recent Posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: মন্তব্য করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

রাজভবনের এক কর্মীর অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে…

17 hours ago

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

সামাজিক বার্তা, পরিবেশ বার্তা। নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী…

18 hours ago

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

3 days ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

3 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

3 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: