বিষমুক্ত চাষ ও জৈব গ্রাম গড়ার লক্ষ্যে বাসন্তীতে কৃষক প্রশিক্ষণ শিবির

বাসন্তী: সুন্দরবনের বাসন্তী ব্লকের বিভিন্ন গ্রাম থেকে 250 জন কৃষকদের নিয়ে শেষ হল 25 দিনের 100 ঘন্টার কৃষক প্রশিক্ষণ শিবির।

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীন পতঞ্জলি বাও রিসার্চ ইনস্টিটিউট ও বাসন্তী সোনারতরী সেবা সোসাইটি”র যৌথ উদ্যোগে এই শিবির করা হয়। প্রশিক্ষণ শিবিরে মাটি ও জল পরীক্ষা জিবামৃত সহ বিভিন্ন ধরনের জৈব সার তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়।

বাসন্তী ব্লকের 5 টি গ্রামের 50 জনকরে কৃষকদের নিয়ে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 4 ঘন্টা করে 25 দিন চলে এই প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ শেষে পরীক্ষার ব্যবস্থা ছিল।

কৃষকদের জন্য রাজ্য ও ভারত সরকারের নানান সুযোগ সুবিধা বিশেষ করে কৃষকদের জন্য উপযুক্ত প্রশিক্ষণ এবং পরীক্ষা পদ্ধতিতে কৃষক মহলে খুশির জোয়ার।
হাতে হাতে কাজ ঘরে ঘরে শিক্ষা ও স্বাস্থ্যের লক্ষ‍্যে-গড়ে ওঠা বাসন্তী সোনারতরী সেবা সোসাইটি”র প্রতিষ্ঠাতা সম্পাদক এবং কৃষক প্রশিক্ষক বিনয় ভকত মহাশয় বলেন
”বিষমুক্ত চাষে জৈব গ্রাম এবং জৈব ভারত সবুজ ভারত”গড়ে তোলাই একমাত্র লক্ষ্য প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকদের।
সোনারতরী পরিবারের সভাপতি মাননীয় পরেশলাল ভকত মহাশয় বলেন কৃষকদের উৎপাদিত জৈব ফসলের জন্য বিভিন্ন স্থানে আলাদা আলাদা বাজার এর ব্যাবস্থা দরকার। এজন্য সরকারী সাহায্যের প্রয়োজন আছে বলে তিনি জানান।

সমাপ্তি অনুষ্ঠানে কৃষকদের পক্ষ থেকে পক্ষ থেকে শিব প্রসাদ ভকত মহাশয় জানান এবার থেকে জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈবসার ব্যবহার করবেন এবং পাশাপাশি কৃষকদের জৈব চাষ করার জন্য পরামর্শ দেবেন।

জমিতে মাটি পরীক্ষা করার পর নিজের বাড়িতেই তৈরি করা জৈব সার জমিতে দেওয়ার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে,রোগ প্রতিরোধ ক্ষমতা গড়বে, চাষের খরচ কমবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে ফলে কৃষকরা অধিক লাভবান হবেন বলে মহিলা চাষী মচিরন মীর মন্তব্য করেন।

সদ্য সমাপ্ত হওয়া এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পতঞ্জলি বাও রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী ড. সঞ্জয় রানা, পতঞ্জলি পরিবারের রাজ্য প্রভারী কর্মকার জি, কৃষক প্রভারী বিজন জি,রাজ্য কোষাধ্যক্ষ গোবিন্দ জি, অশোক জি, সমাজসেবী হরসিত সরকার, মাননীয়া জানকী ভকত,নিতাই নস্কর, শ্যামল ভকত প্রমুখ।

বিজ্ঞানী ড. সঞ্জয় রানা বলেন উওরাখন্ড বিহার বাংলা সহ অন্যান্য রাজ্যেও এই প্রশিক্ষণ কর্মশালা চলছে। প্রতিটি রাজ্য থেকে পথমত 5000 জন কৃষক দের প্রশিক্ষণ দেওয়া হবে।

Susmita Sarkar

Share
Published by
Susmita Sarkar

Recent Posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: মন্তব্য করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

রাজভবনের এক কর্মীর অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে…

1 day ago

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

সামাজিক বার্তা, পরিবেশ বার্তা। নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী…

1 day ago

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

3 days ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

3 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

3 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: