পার্থেনিয়ামে আতঙ্ক ছড়াচ্ছে নির্মূল করার দাবি স্থানীয়দের

হাওড়া: বাড়ি থেকে বেরিয়ে সড়কপথে এলেই রাস্তার দু’ধারে অসংখ্য পার্থেনিয়াম গাছ।এই গাছটি সাধারনত ধান গাছের মতো দেখতে। গাছটি লম্বায় দুই থেকে তিন ফুট। ডগে ছোট ছোট ফুলও ধরেছে। অতি সন্তর্পণে এলাকা বিস্তার করছে। সমস্তটাই চোখের সামনে তবুও হেলদোল নেই প্রশাসনের। এই পার্থেনিয়ামের আতঙ্কে আতঙ্কিত হাওড়া (গ্রামীন) এলাকার আমতার মানুষ। এই গাছ যাতে করে তড়িঘড়ি নির্মূল করা হয় তার দাবি সকল মানুষের। এত সংখ্যক গাছ জন্ম নিয়েছে যে, সেই গাছ নির্মূল করতে হলে প্রশাসনকে হস্তক্ষেপ গ্রহণ করতে হবে এমনটাই দাবি করছেন আমতা এলাকার মানুষজন।

আমতা কুরিট, রামচন্দ্রপুর,প্রেম রোড,সরপোতা সহ একাধিক জায়গায় গিজগিজ করছে এই গাছ। গাছগুলি যে পার্থেনিয়াম সেটা অনেকে জানেনা।ওই গাছের পাশে বসে গল্প করছে সোমনাথ সাধুখাঁ,দেবু সাধুখাঁ ও পিন্টু পাখিরা।গাছগুলির পাশে বসে থাকাটা কতটা ক্ষতিকর জানা আছে জিজ্ঞাসা করলে জানায়, ছোট ছোট সাদা ফুল ধরেছে দেখতে বেশ ভালো লাগছে।বসে গল্প করছি।কিন্তু এর যে শরীরের মধ্যে ক্ষতি করবার কতটা ক্ষমতা রয়েছে সেটা জানা নেই। গ্রামের মানুষ এসবের কথা শুনেছে হয়তো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন প্রচার নেই। কিভাবে সচেতন হবে সাধারণ মানুষ।

এমনকি গ্রামের ঢালাই রাস্তার দু’ধারেও ভর্তি পার্থেনিয়াম গাছ। স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে। পার্থেনিয়াম গাছ থেকে মানব দেহে কি কি ক্ষতি করতে পারে এবিষয়ে চিকিৎসক কাশিনাথ মাইতি জানান, এই গাছের রস মানবদেহের চামড়ায় লাগলে বিভিন্ন রকম চর্ম রোগের দেখা দেয়। এই গাছের ফুলের রেনু বাতাসে উড়তে থাকে মানুষ শ্বাস প্রশ্বাস নেয় সেই রেনু মানবদেহে চলে যায়। এর ফলে বিভিন্ন রোগের দেখা দেয় যেমন হাঁপানি,অ‍্যাজমা, এলার্জি ইত্যাদি। পাশাপাশি এই গাছ যদি কোন গবাদি পশু খাই তাহলে সেই গবাদি পশুর শরীরে বিষক্রিয়া হয়। এমনকি বিষক্রিয়ার ফলে গবাদি পশু মারা যেতে পারে।

এই গাছটিকে যাতে করে নির্মূল করা যায় সাধারণ মানুষ সেই দাবি জানাচ্ছেন। সংখ্যা এত বেশি হয়ে গেছে সরকারিভাবে কোনো ব্যবস্থা না নিলে এই গাছকে নির্মূল করা সম্ভব নয়।এ বিষয় আমতা ১নং বিডিও লোকনাথ সরকারকে জিজ্ঞাসা করা হলে উনি জানান, আমরা গ্রাম পঞ্চায়েতদের নিয়ে মিটিং করেছি কয়েক দিনের মধ্যেই আমরা পার্থেনিয়াম গাছ গুলিকে স্প্রে করে একেবারে গোড়া থেকে উবড়ে দেবো। যাতে করে গাছগুলোকে একেবারে নির্মূল করা যায়।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

3 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

3 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

3 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

3 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

3 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: