জঙ্গলমহলে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে

ঝাড়গ্রাম:- এবার জঙ্গলমহলে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় বাড়ি তৈরির ক্ষেত্রে উপভোক্তাদের কাছে ১০ হাজার টাকা করে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ উঠেছে। এহেন অভিযোগ করেছেন একেবারে হত দরিদ্র পরিবার গুলি। ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের এই অভিযোগ উঠতেই শোরগোল পড়েছে এলাকায়।

টাকা ফেরত চাইতে তৃণমূল নেতাদের বাড়ি গিয়েছিলেন পরিবার গুলি। বেলিয়া গ্রামের বাসিন্দা সুশীল সরেন, অসিত শবর, ভীম রানাদের অভিযোগ, আমাদের সরকারি ঘর বানানোর নাম আসতেই প্রথমে অ্যাকাউন্টে ৪২হাজার এসেছিল। তখন রাস্তায় দাঁড় করিয়ে আমাদের কাছ থেকে ১০হাজার করে টাকা নিয়েছিলেন তৎকালীন তৃণমূলের বুথ সভাপতি অমরনাথ ওরফে বাউরি দাস ও দিলীপ দাস, পল্টন পাল। ওরা বলেছিল ১০হাজার টাকা না দিলে পরের পর্যায়ে কোনও টাকা পাব না। তাই ভয়ে আমরা ওই টাকা দিয়েছিলাম।মমতা পাত্র নামে এক উপভোক্তা বলেন, অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পরই রাস্তায় ১০ হাজার টাকা নিয়েছে তৃণমূল নেতারা। ওই টাকা নেওয়ার পর ঘর সম্পূর্ণ করতে পারেনি। পরে ধার করে বাড়ির জানালা-দরজা বসিয়েছি।

মমতা পাত্র, রানি সোরেনরা বলেন,‘আমরা টাকা ফেরত চাইতে গিয়েছিলাম। কিন্তু তখন বাইরের থেকে দরজা লাগিয়ে দিয়েছিল অমরনাথের বৌ। কথা বলতে না পেরে আমরা ঘরে ফিরে আসি।’

তৃণমূলের তৎকালীন বুথ সভাপতি তথা বর্তমানে বেলিয়া অঞ্চলের সম্পাদক অমরনাথ দাস বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বহুদিন আগে ওদের ঘর হয়েছে, এখন বলছে আমরা টাকা নিয়েছি।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

2 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

2 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

2 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

2 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

2 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: