Categories: রাজ্য

২১ শে জুলাই ২০১৯ এর তাৎপর্য , কি ঘোষণা হলো ?

কলকাতা : জনসংযোগ যাত্রা। বুথে বুথে পৌছে দেব। চায়ের দোকানে বসে আলোচনা করুন। তৃণমূল আদর্শ দল হিসাবে ঘুরে দাঁড়াবে।।
একজনকে তিনবার জয়েন করাচ্ছেন। চলে গেল, আবার ঘুরে চলে এল। দুকোটি টাকা আর পেট্রোল পাম্প দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। টাকা আসে টাকা যায়। মানু্ষের জন্য কাজ করো।

কংগ্রেস সিপিএমকে বলব তৃণমূল সমর্থন চাই না, বিজেপির বিরুদ্ধে লড়াই করে। ঘরে বসে রাজনীতি হয় না, রাস্তায় রাস্তা দেখাবে।
এই বাংলা মাথা নত করবে না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আগে বাংলা সভ্যতা শেখ, সংস্কৃতি শেখ, তারপরপর বাংলা দখল করতে এসো।
উজালার হিসাব দাও। পেট্রোল পাম্প করে দেব। কত টাকা নিয়েছো। বাংলা মায়ের অসম্মান সহ্য করতে পারি না। নির্বাচনে কত টাকা খরচ করেছো, কোথা থেকে এল, হিসাব দাও।

ইভিএম চাই না, ব্যালট চায়। স্থানীয় স্তরের নির্বাচন হবে, কমিশনকে বলব ব্যালটে হোক। আমরায় পথ দেখাব।
২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের বাড়ি আমি যাব।

২৬ ও ২৭ ব্লাকমানি ফিরিয়ে দাও। ২৯ জুলাই ২৯৪ টি বিধানসভায় বুথ কর্মীরা পালন করবেন।
কেউ আমাকে ডাকল না আমি গেলাম না ভুলে যান। আপনি দলের সম্পদ। নিজে থেকে আসুন। তৃণমূল আছে থাকবে। কটা আসন পেয়েছে বলে যারা মনে করছে তৃণমূল মুছে যাচ্ছে ভুলে যান।

২৬ তারিখ প্রশাসনিক বৈঠক শুরু হবে। যারা সঙ্গে আসতে চান, তাদের ডাকুন। সঙ্গে নিয়ে আসুন।যারা ভুল বুল বুঝেছেন তাদের সঙ্গে কথা বলুন।
লোকসভা ভোটের বিপর্যয়ের পর তৃণমূল কংগ্রেসের কাছে প্রথম বড় পরীক্ষা ছিল 21 জুলাইয়ের সমাবেশ ৷ আজ সেই সভা থেকে দলের সংগঠনকে চাঙ্গা করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি, 2021 সালের বিধানসভা নির্বাচনে তাঁর নিশানায় যে BJP থাকছে, তা পরিষ্কার করে দেন মমতা ৷ BJP-র বিরুদ্ধে একের পর পর তোপ দাগেন ৷ BJP-র কাটমানির স্লোগানের পরিবর্তে ব্ল্যাকমানি ফেরতের স্লোগান তোলেন মমতা ৷
সভার শেষ লগ্নে

মমতা বলেন, সবাইকে বলছি 15 মিনিট আগে জল খাবেন না ৷ জল তেষ্টা পেলেও খাবেন না ৷ মমতা বলেন, আমার সব কর্মীদের বলছি, আই স্যালিউট ইউ ৷
মমতা বলেন, সবাইকে বলছি 15 মিনিট আগে জল খাবেন না ৷ জল তেষ্টা পেলেও খাবেন না ৷ মমতা বলেন, আমার সব কর্মীদের বলছি, আই স্যালিউট ইউ ৷
মমতা বলেন, ব্ল্যাকমানি ফিরিয়ে দাও, নোটবাতিলের কাটমানি ফিরিয়ে দাও, উজালার কাটমানি ফিরিয়ে দাও।
মমতা বলেন, সূর্য আমার মাথায় উপর পড়ছে আমায় তেজ দিচ্ছে, যাতে আপনাদের কাছে সেটা যায় ৷ একেবারে ডিরেক্ট ট্রান্সফার ৷
মমতা বলেন, এখানে রাজস্থান, উত্তরপ্রদেশের অনেকে রয়েছে ৷ বলুন তো, আপনাদের একদিনও সমস্যায় পড়েছেন ?

মমতা বলেন, একদিকে গদ্দাররা আপনাদের গদ্দারে পরিণত করবেন ৷ 2 কোটি দিলে যাবেন? পেট্রল পাম্প দিলে যাবেন? ওসব টাকা পাপের টাকা ৷ হর্স ট্রেডিং নিপাত যাক ৷
মমতা বলেন, রবীন্দ্রনাথের ভাষায় বলতে হবে, আমরা ভয়ে মরব না ৷ ভালো করে ব্লক, বুথ, জেলাকে তৈরি করুন ৷
মমতা বলেন, কেউ কেউ আমার মৃত্যু কামনা করেন, আমি ভয় পাই না ৷ আমি কাফনের অপেক্ষা করি ৷ যেদিন হবে হাসতে হাসতে চলে যাব ৷ আমাকে ধমকে নেবে বলে, কোনও লাভ নেই ৷ আমি মরে গেলেও যাব না ৷
মমতা বলেন, যাঁরা ভুল বুঝেছেন, তাঁদের বোঝান ৷

মমতা বলেন, 123 শতাংশ DA দিয়েছি ৷ 50 হাজার কোটি টাকা দেনা নিয়েও বাংলা এক নম্বরে ৷
মমতা বলেন, আমরা ধিকধিক করছিলাম , আমরা নিভিনি ৷ কয়েকটি সংবাদমাধ্যম কয়েকটি সিট নিয়ে কুৎসা করছে ৷ বলছে, তৃণমূলের গোষ্ঠীকোন্দল ৷
এই অঝোর বর্ষার মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেস মিটিং করতে পারেন ৷ আজ যেখানে আটকেছে , সেখানে কাল প্রতিবাদ মিছিল হবেন ৷ আমরা ট্রেন ভাড়া করিনি ৷ অনেক জায়গায় গাড়ি আটকানো হয়েছে ৷ তাও সভায় এসেছেন আপনারা ৷

দলীয় কর্মীদের উদ্দেশ্য মমতা বলেন, ভালো বামপন্থী থাকলে তাঁকে আহ্বান জানাবেন ৷ ভালো কংগ্রেস কর্মী থাকলে তাঁকে আহ্বান জানাবেন ৷
মমতা বলেন, যারা বেইমানি করেছে, তাদের চিহ্নিত করে রাখুন, যারা টাকা দিয়ে ভোট করেছে তাদের চিহ্নিত করে রাখুন ৷ এরা আমাদের লোক নয় ৷
মমতা বলেন, সংখ্যালঘু সেল, যুব তৃণমূল কংগ্রেস সহ সব সংগঠনের প্রতিনিধি রয়েছেন, সবাই মিলে একসঙ্গে কাজ করা হবে।
মমতা বলেন, আজ 21 জুলাই খুব বড় হয়েছে ৷ অনেক ময়দানে বসেও ভাষণ শুনছেন ৷

মমতা বলেন, LPG-র নামে কত টাকা নিয়েছে , বলুন ৷ আমার কাছে নথি রয়েছে ৷ খাপটা খুলি ৷ চোরের মায়ের বড় গলা ৷ কী উজালা বের করব ৷ উত্তরপ্রদেশে মারা গেলে বলছে এনকাউন্টার ৷ আর বাংলায় কেউ ব্যক্তিগত শত্রুতায় মারা গেলেও রাজনৈতিক কারণ বলছে ৷ আর বাংলায় তিনজন মারা গেলে সংসদে বলছেন 30 জন ৷ মিথ্যা কথা ৷

মমতা বলেন, এলাকায় বেরোন, ঘরে বসে রাজনীতি হয় না ৷ একটু বেরোন ৷ পথই পথ আমাদের দেখায় ৷ পথ দিয়ে যেতে যেতে আমরা বুঝিয়ে দেব ৷ তোমরা পাঁচ বছর টিকবে না ৷ 2 বছর থাকবে কি না সন্দেহ আছে ৷ সরকার চালাতে পারবে না ৷
মমতা বলেন, আমাকে CBI, ED অ্যারেস্ট করলেও BJP-তে যাব না ৷

মমতা বলেন, 10 বছর ছাড়া ছাড়া রিভিউ বলছ ৷ আর বলছ, জাতীয় দলের তকমা কেড়ে নেব ৷ দরকার নেই তোর জাতীয় দলের তকমার ৷ আমি আঞ্চলিক দলকে ইন্টারন্যাশানাল স্টেটাস দিয়েছি ৷

পাশাপাশি, আগামীদিনে দলের কর্মসূচিও বলেন মমতা ৷ তিনি বলেন, 14 অগাস্ট ফ্রিডম অ্যাট মিডনাইট হবে ৷ 15 অগাস্ট ব্লকে ব্লকে রাখীবন্ধন হবে ৷ বাংলার আর এক নাম সম্প্রীতি ৷ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস ৷ শিক্ষক-শিক্ষিকারা আমাদের গর্ব ৷ তাঁদের প্রতিটি এলাকায় সম্মান জানিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন ৷ 26 সেপ্টেম্বর বিদ্যাসাগরের বাড়ি যাব ৷ 2 অক্টোবর গান্ধিজির জন্মদিনে আপনারা প্রোগাম দিয়ে দেব ৷

মমতা বলেন, বুথকর্মীরাই তৃণমূল ৷ বুথকর্মীরা না থাকলে দল চলে না ৷ আপনারা সাংসদ, কাউন্সিলর, বিধায়ক হতে পারেন না ৷ কিন্তু, আপনারই দলের শক্তি ৷ আমার বুথকর্মী ছাড়া দল হয় না ৷ রুখে দাঁড়ান ৷
মমতা বলেন, 29 তারিখ আমি আপনাদের কর্মসূচি দেব ৷ 294 টি বিধানসভাতেই বুথস্তর পর্যন্ত যেতে হবে ৷

মমতা বলেন, এরপর তৃণমূলের কারও বাড়িতে গিয়ে হামলা করে, প্রশাসন ব্যবস্থা নেব ৷ আমি বলছি না, আপনারাও হামলা করবেন ৷ আইন-শৃঙ্খলা হাতে তুলে নেবেন না ৷

মমতা বলেন, BJP-র নেতারা আমাদের কর্মীকে বাস থকে টেনে নামিয়ে মারধোর করেছে। তৈরি থাকুন,আমাদের লোকেরাও যদি একই পদ্ধতিতে আপনাদের সঙ্গে আচরণ করে, রুখতে পারবেন তো? গত ২৬ বছর ধরে আমরা আমাদের এই অনুষ্ঠান পালন করে আসছি ।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

3 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

3 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

3 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

3 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

3 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: