Categories: রাজ্য

৪ দিন যান চলাচল বন্ধ থাকবে শিয়ালদহের বিদ্যাপতি সেতু

কলকাতা : আগামী ১৫ ই আগস্ট থেকে ১৮ ই আগস্ট পর্যন্ত সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে শিয়ালদহের বিদ্যাপতি সেতুতে। ওই সেতুর স্বাস্থ্যের হাল হকিকত যাচাই করার জন্যই যানবাহন চলাচল বন্ধ রাখার এই সিদ্ধান্ত। কে এম ডি এর পক্ষ থেকে ইতিমধ্যে গঠন করা হয়েছে সেতু বিশেষজ্ঞ কমিটি। শহরের গুরুত্বপূর্ণ সব সেতু গুলির স্বাস্থ্য পরীক্ষার কার চালাচ্ছেন ওই বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। ইতিমধ্যেই কালীঘাট ব্রিজ বন্ধ রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এবার স্বাস্থ্য পরীক্ষা হতে চলেছে শিয়ালদহের বিদ্যাপতি সেতুর। কলকাতা শহরের নটি গুরুত্বপূর্ণ সেতুর স্বাস্থ্য বেহাল বলে ইতিমধ্যেই বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে উঠে এসেছে। ওইসব সেতু গুলির হাল ফেরানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব কেন্দ্রের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এইসব সেতুগুলো স্বাস্থ্য কতটা বেহাল সবার আগে তা পরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞ কমিটি। তারপরেই সংস্কারের কাজে হাত দেওয়া হবে। এমনিতেই কলকাতায় সেতু আতঙ্ক সাধারণ মানুষকে তাড়া করে বেড়াচ্ছে। নির্মীয়মান পোস্তা ব্রিজ ভেঙে পড়ার ঘটনা কিংবা মাজেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনার পর থেকেই সেতু আতঙ্ক যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। সম্প্রতি উল্টোডাঙ্গা ব্রিজে ফাটল ধরা পড়ে। সেই জন্য উল্টোডাঙ্গা ব্রিজের একটি লিঙ্ক এখনো পর্যন্ত বন্ধ রেখে সংস্কারের কাজ চালানো হচ্ছে।

শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা শিয়ালদহ। শিয়ালদহ রেল স্টেশনে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। সে কারণে বিদ্যাপতি সেতুর উপর চাপ অনেকটাই বেশি। প্রতিদিন কয়েক হাজার যানবাহন বিদ্যাপতি সেতুর উপর দিয়ে চলাচল করে। এই সেতুর যান চলাচল বন্ধ করলে চরম জ্যামের সম্ভাবনা রয়েছে শহরে। কিন্তু সেতুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য প্রয়োজন হয়ে পড়েছে এই সেতুতে যান চলাচল বন্ধ করার। আর তাই কে এম ডি এ -র পক্ষ থেকে ট্রাফিক কর্তাদের সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। এই সেতুর পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ হওয়ার পর সংস্কার প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর। আর সে ক্ষেত্রে এই সেতুর নিচে থাকা শিশির মার্কেটের দোকানদারদের উঠে যাওয়ার সম্ভাবনা প্রবল। এরকম একটি গুরুত্বপূর্ণ মার্কেটের দোকানদারদের কোথায় সরানো হবে তা নিয়েও নানা মহলে জটিলতা তৈরি হয়েছে।

ব্যবসায়ীদের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পুনর্বাসন ছাড়া তাদেরকে সরানোর সিদ্ধান্ত হলে তারা জায়গা ছাড়বেন না। শিশির মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে এই ব্রিজ সংস্কার করার প্রয়োজন পরলে এক একটা পার্টে সংস্কার করা যেতে পারে। সে ক্ষেত্রে সব দোকানদারদের সরে যাওয়ার প্রয়োজন পড়বে না। সাময়িকভাবে কিছু দোকানদারকে সরিয়ে সেই কাজ সম্পন্ন হওয়ার পর আবার তাদের ফিরিয়ে আনা যাবে। এখন দেখার এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার পর সংস্কারের কাজ কোন পথে মসৃণ হয়।

admin

Share
Published by
admin

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

20 hours ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

1 day ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

1 day ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

1 day ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

1 day ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

1 day ago
https://www.banglaexpress.in/ Ocean code: