প্লাস্টিক দূষন কমানোর জন্য বোড়াল স্কুলে কর্মশালা

প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে এবং প্লাস্টিকের বিকল্প ব‍্যবহার সম্পর্কে জানাতে আজ বোড়াল হাই স্কুলে একটি কর্মশালার আয়োজন করেছিল “বদলাও ও কান্ডারী” যুব দল। কর্মশালাটি পরিচালনা করেন সেন্টার ফর এনভায়রোমেন্ট এডুকেশন-র পূর্ব ভারতের ডিরেক্টর মাননীয়া রীমা ব‍্যানার্জী ও তার সহকারীগণ

মূলত একবার ব‍্যবহারযোগ্য প্লাস্টিকের ব‍্যবহার নির্মূল করার জন্য ইকনমিক রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি, সহায় ও চিল্ড্রেন ইন্টারন‍্যাশনাল-র আর্থিক সহযোগিতায় বিভিন্ন ধারাবাহিক কর্মসূচি শুরু করেছে চলতি বছরের গত জুন মাস থেকে।
বনহুগলী ২ নং পঞ্চায়েত এবং রাজপুর-সোনারপুর পৌরসভার প্রশাসনিক সহযোগিতায় বদলাও ও কান্ডারী যুবদল আগামীদিনে পাড়ায় পাড়ায় সাধারণ মানুষদের নিয়ে সচেতনতা শিবির, বাজার অভিযান ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করতে চলেছে।
প্রায় শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত এই কর্মশালায় প্লাস্টিকের ক্ষতিকারক দিকে দৃষ্টি আকর্ষন করার পাশাপাশি প্লাস্টিকের বিকল্প হিসেবে কী ব‍্যবহার করা যায়, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়।

স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী ছাড়াও উপস্থিত ছিলেন সহায়ের তরফ থেকে বদলাও প্রোগ্ৰামের ফেসিলিটেটর চিরঞ্জীব সামন্ত, কান্ডারী প্রোগ্ৰামের ফেসিলিটেটর লাবণী ঘোষ, কান্ডারী মেন্টর ইজাজ তরফদার এবং স্থানীয় পৌরপিতা বিশ্বজিৎ দে।
বোড়াল হাই স্কুলের প্রধান শিক্ষক সুজিত ঘোষ বলেন, “এই ধরনের কর্মশালা অত্যন্ত প্রয়োজনীয়। ছাত্রছাত্রীরা বইয়ে পড়ার পাশাপাশি নিজেরা স্বচক্ষে দেখলে এবং বুঝলে বিষয়টির ভয়াবহতা সহজেই বুঝতে পারবে। এই কর্মসূচী রূপায়নের জন‍্য আমাদের স্কুলকে মনোনীত করার জন্য সহায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”

পৌরপিতা বিশ্বজিৎ দে তার বক্তব্যে বলেন, ” বদলাও যুব দল এই ধরনের সামাজিক কাজ বহুদিন ধরে করে আসছে। গতবছর ওদের তামাক বিরোধী পদযাত্রা এলাকার মানুষের মধ্যে সাড়া ফেলেছিল। এই বছর প্লাস্টিক নিয়ে ওদের কাজকর্ম এলাকার মানুষকে আশা করি উপকৃত করবে। ওদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। “

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

4 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

4 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

4 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

4 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

4 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: