লালগড়ে ফের পূর্ণবয়স্ক হাতির মৃত্যু

ঝাড়গ্রাম: বৃহস্পতিবার সকালে লালাগড়ে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত দেহ পাওয়া যায় । গ্রামবাসীদের প্রাথমিক অনুমান বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে হাতিটির । ঘটনাটি লালাগড় থানার রামগড় গ্রামপঞ্চায়েতের লোকাট গ্রামের । লোকাট গ্রামের গ্রামবাসীরা এদিন সকলে লোকাট গ্রামে ঢোকার মুখেই মোরাম রাস্তার উপরে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত দেহ পড়ে থাকতে দেখেন । তারপরেই গ্রামবাসীদের তরফ থেকে খবর দেওয়া হয় বনদফতকে  ও লালাগড় থানায় । ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন কাঁটাপাহাড়ি বিট ও লালাগড় রেঞ্জের আধিকারিক ও বনকর্মীরা এবং রামগড় বিট হাউসের পুলিশ কর্মীরা ।

স্থানীয় ও বনদফতর সূত্রে জানা , লালাগড় ব্লকের রামগড় অঞ্চল , সিজুয়া অঞ্চল , লালাগড় অঞ্চল , ধরমপুর অঞ্চল থেকে শুরু করে পুরো লালাগড় ব্লকে বেশ কিছুদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে ৫০ থেকে ৫৫ টি হাতির একটি দল । বেশ কিছুদিন আগে রামগড় অঞ্চলের লোকাট গ্রামে হাতির দলটি হানা দিয়ে তান্ডব চালায় বেশ কিছু ঘরবাড়ি ও ভেঙে ফেলে সাথে জমির ফসলও নষ্ট করে । হাতির এই উপদ্রোপের হাত থেকে বাঁচতে গ্রামের কিছু মানুষ গ্রামে ঢোকার মুখে  বৈদ্যুতিক তারের বেড়া দিয়ে দেয় । জানা যায় , এদিন ভোর রাত্রে যখন হাতির দলটি লোকাট গ্রামের পাশদিয়ে যাচ্ছিলো ঠিক সেই সময় ওই বৈদ্যুতিক তারের বেড়ায় বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্য হয় ৫০ থেকে ৫৫ বছরের একটি স্ত্রী হাতির ।

ঝাড়গ্রামে বিদ্যুৎপিষ্ট হয়ে হাতির মুত্যুর ঘটনা নতুন কিছু নয় । এর আগেও বহুবার নয়াগ্রাম ব্লকে জমির ফসল খেতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু পূর্ণবয়স্ক হাতি । কিছু দিন আগেই বিনপুর থানার সাতবাঁকি গ্রামে জমির উপর ঝুলে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্য হয় একটি দাঁতাল ও দুটি স্ত্রী হাতি সহ মোট তিনটি হাতির । হাতির মুত্যুতে বারে বারে প্রশ্নের মুখে পড়তে হয় বনদফতরকে । এবার দেখার বিষয় বিদ্যুৎপিষ্ট হয়ে হাতির মৃত্যু ঠেকাতে কি পদক্ষেপ নিচ্ছে বনদফতর ।

মেদিনীপুর বনবিভাগের ডিএফও সন্দ্বীপ বেড়ওয়ালা বলেন , কাঁটাপাহাড়ি বিটের পূর্ণপানি মৌজায় একটি ৫০ থেকে ৫৫ বছরের স্ত্রী হাতির মৃত্যু হয়েছে । কি কারনে মৃত্যু হয়েছে তা পোসমাডাম রিপোর্ট এলে বলা যাবে ।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

2 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

2 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

2 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

2 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

2 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: