সোমেনের স্বপ্ন- এন.কে.মণ্ডল (দ্বিতীয় পর্ব)

সোমেনের স্বপ্ন

প্রথম যে সুন্দর মেয়েটি খাবারের থালাটি এনেছিল। ওই মেয়েটি বাদে সবাই চলে গেলো।এবং মেয়েটি খাবার, সুরা উপস্থাপন করল। সোমেন চায়ের দোকানে আড্ডা দিলেও কোনোদিন সুরা বা মদ পান করে নি। তাই সুরা বা খাবার কোনোটি খেতে অনিচ্ছুক। ওদের আবার নিয়ম আছে কেউ যদি খাবার না খায় তবে পূর্বের ঘটনা সব মনে পড়ে যাবে। সোমেনের তাইই হল। পূর্বের ঘটনা মনে পড়ে গেলো।তখন মেয়েটি রাগে ফেটে পড়ল আর গর্জন করতে করতে চলে গেলো। মেয়েটি ছিল আসলে রাজকন্যার প্রধান দাসী। অনেক্ষন পরে আরেকজন সুন্দরী যুবতী আসল সোমেনের কাছে। এবং সে বলল। মহাশয় আমার সেলাম নেবেন। তারপর বলেন যে চলুন আমাদের রাজ্যটা ঘুরে ঘুরে দেখবেন।মেয়েটিকে অনুরোধ জানাই যে তাকে যেনো ছেড়ে দেয়। মেয়েটি সেদিকে নজর না দিয়ে তাকে বলে যে আপনি চলুন বেড়াবেন ঘুরে ঘুরে দেখবেন ভালো লাগবে।

সোমেন মেয়েটির কথায় রাজি হয়ে বেড়াতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল। মেয়েটি আরো এগারোজন সুন্দরী রমণীকে হাতের ইশারায় ডেকে নিয়ে চলে গেলেন সোমেন কে রাজ্য দেখানোর জন্য।সোমেন দেখে তো অবাক।হতভম্ব। আমাদের মত দোকানপাট,বাজার ঘাট,সবকিছু আছে।তারপর নিয়ে গেলো রাজবাড়ির পার্কে। সেখানে অনেককিছু সোনা,রুপা,আবার কিছু কিছু হিরে, মুক্তা খচিত আছে।চোখ জুড়িয়ে গেলো। সেইসব জায়গাগুলিতে বসল।খুব আরামদায়ক।অনেককিছু দেখানোর পরে নিয়ে গেলো রাজকন্যার কাছে।রাজকন্যা তো দেখেই অবাক। মানুষ এতো সুন্দর আর সুঠাম শরীর আর পেশীগুলো বক্সারদের মতো।শরীরে অনেক শক্তি আছে মনে হয়।রাজকন্যা দেখেই প্রেমে পড়ে গেছে।সোমেন কে রাজকন্যার কাছে বসিয়ে দিয়ে চলে যায় দাসীরা।রাজকন্যা মন দিয়ে দেখতে থাকে সোমেন কে।অনেক্ক্ষণ দেখার পর সোমেনের ডাকে ধ্যান ভাঙ্গে।তখন রাজকন্যা বলে প্রিয় তুমি আমায় ছেড়ে কোনোদিন যেও না আমি তোমায় অনেক ভালোবেসে ফেলেছি।আমি সবাইকে ভোগ করার পর ছুড়ে ফেলে দিই কিন্তু তুমি আমার মন কেড়ে নিয়েছো প্রিয়।সোমেন চালাকির সঙ্গে বলে তুমি যদি আমায় ভালোবাসো তাহলে আমায় আমার বাড়ি থেকে একবার ঘুরে আসতে দাও।

আমার বউকে আলুর চপ বেগুনী দিয়ে আসব।আর তোমার যে জ্বীন আমার আলুর চপ, বেগুনী খেয়েছে তাকে আমার কাছে খমা চাইতে হবে।দাসীকে ডেকে ঠ্যাং কাটা জ্বীনকে ডাকার আদেশ করল।ঠ্যাং কাটা জ্বীন অবশেষে খমা পার্থনা করে খমা চাই।সোমেন রাজকন্যা কে প্রেমের জালে ফেলে কিছু সোনা,হিরে,মুক্তা নিয়ে বাড়ি আসে।এবং তা বাড়ির লোহার আলমারিতে রাখে।এমন সময় বউ ডাক দেয়।এই শুনছো উঠো উঠো আর কতক্ষন ঘুমাবে সকাল সাতটা বাজে। ঘুম থেকে উঠে দেখে যে আসলে কোথাও যায় নি স্বপ্ন দেখছিল। সোমেন মনে মনে ভাবে তাহলে যা যা হল আমার সঙ্গে হল তা সবকিছু মিথ্যা।পরে ওয়াসরুম থেকে কাজ সেরে স্নান করে আলমারি খুলে। আলমারি খুলতেই দেখে সোনা,হিরে,মুক্তা ইত্যাদি রত্নতে লোড করে রাখা আছে।সোমেন দেরি না করেই বন্ধ করে দেয় আলমারি।বিছানায় এসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে।বড় চিন্তায় পড়ে গেছে যে সবকিছু সত্যি হয়ে গেছে।তবে কি আবার আমায় ওখানে যেতে হবে নাকি।এই বলে সে কাঁদতে থাকে।

এন.কে.মণ্ডল

admin

Share
Published by
admin

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

23 hours ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

1 day ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

1 day ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

1 day ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

1 day ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

1 day ago
https://www.banglaexpress.in/ Ocean code: