আজ সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের সামনে ১৬৪ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত

আজ সিরিজের গুরুত্বপুর্ন ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন ভারতীয় দল। সিরিজের শেষ ম্যাচে ১৬৩ রানে শেষ হল ভারতের ইনিংস। আজ আবার দুর্দান্ত ছন্দে দেখা যায় ভারতের হিট ম্যানকে। । ।আজ টস করতে নেমেও রোহিত জানিয়ে দিয়েছেন তাঁদের লক্ষ্য ৫-০ করা। মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। এই ম্যাচে খেলছেন না বিরাট কোহালি। বিশ্রাম নিয়েছিলেন তিনি।

 

আজ প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করা লক্ষ্যে আজ তারা মাঠে নেমেছে। টিম ইন্ডিয়া আজ এগিয়ে ৪-০ । অর্থাৎ আজ হিট ম্যানের কাঁধে  বাড়তি দায়িত্ব রয়েছে ।সিরিজের শেষ ম্যাচে অনবদ্য মেজাজে ফের একবার দেখা গেল হিট ম্যানকে।তাঁরা কেন উইলিয়ামসনের দলকে তাঁদের ঘরের মাঠেই ৫-০ হারাতে প্রস্তুত।  ইতিমধ্যেই অর্ধশত রান করে ফেলেছেন রোহিত শর্মা। ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে গেলেন  তিনি। রোহিত শর্মা এখনও পর্যন্ত তার ব্যাক্তিগত সংগ্রহ ৪১ বলে ৬০রান।  আজকের ম্যাচ ফের একবার রাজকীয় মেজাজে দেখা গেল হিট ম্যানকে।

 

তার চওড়া ব্যাটে ভর করে বড় রানের দিকে এগিয়ে যায় ভারতীয় দল। সিরিজের শেষ ম্যাচে ১৬৪ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারতীয় দল প্রতিপক্ষের সামনে। অন্যদিকে সিরিজের শেষ ম্যাচে জয়ে ফিরতে মরিয়া নিউজিল্যান্ড শিবির । ইতিমধ্যে ঘরের মাঠে তারা সিরিজ হাতছারা করে ফেলেছে। আজ নিয়মরক্ষার ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা।

 

পাশাপাশি আজ সিরিজের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে চোট পেলেন ভারতের আজকের অধিনায়ক রোহিত শর্মা। ৬০ রান করার পর চোটের কারনে তিনি মাঠ ছেড়ে উঠে যান। তার চোট বেশ চিন্তায় ফেলেছে ইতিমধ্যে টিম ম্যানেজমেন্টকে। কারন তার কাঁধে রয়েছে আজ অনেকখানি দায়িত্ব। তার চোট গুরুতর কিনা সে বিষয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি।

Subha Biswas

Share
Published by
Subha Biswas
  • https://www.banglaexpress.in/ Ocean code:

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

2 weeks ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

2 weeks ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

2 weeks ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

2 weeks ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

2 weeks ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

2 weeks ago
https://www.banglaexpress.in/ Ocean code: