ক্ষুধার্ত লোকদের সহায়তা করছে লায়ন্স ক্লাব অফ কলকাতা কাঁকুরগাছী এবং ইনকাম ট্যাক্স বার অ্যাসোসিয়েশন

লায়ন্স ক্লাব অফ কলকাতা কাঁকুরগাছী, জেলা 322 বি 2 এবং ইনকাম ট্যাক্স বার অ্যাসোসিয়েশন যৌথভাবে প্রতিদিন প্রায় 5000 মানুষকে খাবার সরবরাহ করছে।

29 শে মার্চ থেকে উভয় সংগঠন সমাজের অভাবী ও ক্ষুধার্ত লোকদের সহায়তার জন্য একত্রিত হয়েছিল। সংস্থাটি লুচি, আলু সবজি, মাসালা খিচদি প্রস্তুত করছে এবং শহরের বিভিন্ন থানার সাথে এই খাবার বিতরণ করার পাশাপাশি হাওড়া পুলিশের সহযোগিতায় বিধাননগর ও হাওড়া জেলার বিভিন্ন স্থানে ড্রাই রেশন বিতরণ করেছে। সংগঠনগুলি কেবল সমাজসেবা করছে না, বিভিন্ন অনুষ্ঠানের কথা মাথায় রেখে এটি উদযাপন করেছে পয়লা বৈশাখের মতো, খিড়ানন্দ প্রস্তুত ছিল এবং নবরাত্রি হালওয়া ও চন্নীর অষ্টমীর জন্য বিতরণ করা হয়েছিল।

উল্লেখযোগ্য ব্যক্তিরা যাঁরা সহায়তা করছেন তাদের মধ্যে সজ্জন তুলসিয়ান, অনুপ ঘোষ, মাখন চন্দ্র হালদার, হিমাদ্রি মুখোপাধ্যায়, মনোজ কাতারুকা, নরেন্দ্র কেদিয়া, দীপঙ্কর বসু, মো: মোসারাফ হোসেন, পবন রায়, সপন রায়, তপস জানা এবং অন্যান্য সদস্যগণ।

লায়ন্স ক্লাব কমিটির সদস্যরা হলেন মোহিত আগরওয়াল (সভাপতি), মনমোহন বাগরি (সেক্রেটারি), অঙ্কিত ঝুনঝুনওয়ালা (কোষাধ্যক্ষ), সুরজ চোখানি, নীতিন আগরওয়াল, দীনেশ আগরওয়াল, দিপক বাঁকা, নন্দ কিশোর আগরওয়াল, বিষ্ণু বাগলা, অমিত আগরওয়াল, হরি সোনি, নিসিত কানোদিয়া, দীপক খেতাওয়াত, কনক দুগার, ললিত আগরওয়াল, সন্দীপ মোদী, সঞ্জয় আগরওয়াল (মেগাসিটি), রমেশ ডালমিয়া (মেগাসিটি) এবং অন্যান্য সদস্যরা।
খাবারের পুরো প্রস্তুতি কলকাতা কাঁকুরগাছী হাসপাতালের লায়ন্স ক্লাবের প্রাঙ্গনে করা হয়েছে, মুরারিপুকুর, কলকাতা. লায়ন্স ক্লাব এবং আয়কর সদস্যদের দ্বারা যত্ন নেওয়া হয়েছে। রাষ্ট্র ও কেন্দ্রের সমস্ত সুরক্ষা পরিমাপের বিষয়টি মাথায় রেখে এবং মেনে ।

কোভিড -19 মহামারী সংকট মোকাবেলায় লায়ন্স ক্লাব অফ কলকাতা কাঁকুরগাছী , জেলা 322 বি 2 এবং আয়কর বার সমিতি একত্রিত হয়েছে এবং 3 মে অবধি যতটা সম্ভব খাবারের প্রস্তুতিতে প্রশাসনকে তাদের যথাসাধ্য চেষ্টা করবে।

17 April থেকে উভয় সংস্থার প্রচেষ্টায় ফুলবাগান Police এর সহায়তায় দ্বিতীয় রান্নাঘর প্রতিষ্ঠা করা হয়েছিল, যার মাধ্যমে তারা সমাজের প্রায় 2000 জন অভাবী ও ক্ষুধার্ত মানুষকে সেবা দিতে পারে। এখন তারা সমাজের প্রায় 7000 মানুষকে খাওয়াচ্ছেন।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

4 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

4 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

4 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

4 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

4 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: