Categories: রাজ্য

দলীয় পতাকা ফেলে যুবযোদ্ধাদের মানুষের পাশে থাকার বার্তা অভিষেকের

কলকাতা : মানুষের পাশে থাকতে গিয়ে যদি কোনও নেতা সমস্যা তৈরি করে, ভয় পাবেন না। যত বড় নেতা হন না কেন, যাঁর সঙ্গেই যোগাযোগ থাকুক না কেন, তাঁকে আজকের ভিডিও দেখিয়ে বলবেন, আমি আপনার চেয়েও অভিষেক ব্যানার্জির বেশি কাছের। তাও যদি সমস্যা না মেটে, সোজা থানায় এফআইআর করুন। কপি পাঠান আমাকে। বাকিটা আমি দেখবো।

দেগঙ্গার যুবযোদ্ধা সুবীর দাসের প্রশ্ন ছিল, কাজ করতে গিয়ে কোনও নেতা সমস্যা তৈরি করলে বা দুর্নীতির কোনও অভিযোগ থাকলে কী করব? সেই প্রশ্নেরই উত্তর দিতে গিয়ে অভিষেক ব্যানার্জি এ কথা বলেন পাশাপাশি জানিয়ে দেন, আপনাদের কাজ মানুষের পাশে থাকা। এজন্য কোনও নেতাকে পরোয়া করার দরকার নেই। বাংলার যুব শক্তি কর্মসূচির প্রথম ইন্টারেকটিভ সেশনে যুবযোদ্ধাদের এমনই বার্তা দিলেন অভিষেক ব্যানার্জি।

গত ১১ জুন শুরু হয় যুব তৃণমূলের বাংলার যুবশক্তি কর্মসূচি। লক্ষ্য ছিল প্রথম ১ মাসে ১ লক্ষ যুবযোদ্ধা নিয়োগ। সেই লক্ষ্য পূরণ হয় মাত্র ১০ দিনে। আজ বাংলার যুবযোদ্ধার সংখ্যা প্রায় সাড়ে ৬ লক্ষ। কিন্তু কীভাবে হবে কাজ, দায়িত্ব পালনের দিশানির্দেশ কী, যাবতীয় প্রশ্নের উত্তর দিতে বুধবার যুবযোদ্ধাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। মডারেটর হিসেবে ছিলেন যুব তৃণমূল নেতা সোহম। সেই আলাপচারিতায় বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা যুবযোদ্ধাদের দিশানির্দেশ দেন অভিষেক, সেইসঙ্গে শোনেন তাদের বক্তব্য। অভিষেক ব্যানার্জির সাফ কথা, মানুষের পাশে থাকতে গেলে যদি কোনও নেতা সমস্যা তৈরি করেন, তাদের বরদাস্ত করা হবে না।

এদিন যুবযোদ্ধাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অভিষেক ব্যানার্জি। বলেন, করোনা-আমপান বিধ্বস্ত বাংলার মানুষের পাশে দাঁড়ানোর এটাই সঠিক সময়। যুবযোদ্ধারা মানুষের পাশে থেকে যদি কাজ করতে পারেন, প্রাপ্য সম্মান দেবেন তিনি। প্রয়োজনে নিজের পদ ছাড়তেও দ্বিধা করবেন না, বলেন যুব তৃণমূল সভাপতি। পাশাপাশি সাফ জানিয়ে দেন, যুবযোদ্ধাদের কাজে তৃণমূলের কেউ বাধা হয়ে দাঁড়ালে প্রথমে হুঁশিয়ারি তারপরও সমস্যা না মিটলে থানায় এফআইআর করতে যেন দ্বিধা না করেন যুবযোদ্ধারা।

নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সমস্ত যুবযোদ্ধার সঙ্গে অভিষেক ব্যানার্জি নিজে যোগাযোগ রাখবেন। প্রযুক্তিকে ব্যবহার করে তৈরি হয়েছে ড্যাশবোর্ড, যেখানে নিজের কাজ ও সমস্যা নথিভুক্ত করতে পারবেন যুবযোদ্ধারা।

অভিষেক ব্যানার্জির কথায়, আমাদের যুবযোদ্ধার যা সংখ্যা তা দিয়ে এই মুহূর্তে রাজ্যের আড়াই কোটি মানুষের কাছে পৌঁছনো সম্ভব। পরবর্তীতে যুবযোদ্ধার সংখ্যা যত বাড়বে, ততই উপকৃত মানুষের সংখ্যাও বাড়বে। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, এই লড়াই আমার-আপনার ব্যক্তিগত লড়াই নয়, এই লড়াই বাংলাকে আবার বিশ্বের দরবারের সম্মানের সঙ্গে পুনঃপ্রতিষ্ঠিত করার লড়াই। বঞ্চনার ইতিহাসকে মোছার লড়াই। এই লড়াই লড়বে বাংলার যুব সমাজ।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

4 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

4 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

4 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

4 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

4 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: