কলকাতায় একগুচ্ছ কর্মসূচি সেরে স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছন ক্ষুদিরাম বসুর জন্মস্থানে

পশ্চিম মেদিনীপুর:– কলকাতায় একগুচ্ছ কর্মসূচি সেরে স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছন ক্ষুদিরাম বসুর জন্মস্থানে৷ সেখানে পৌঁছে এই বীর স্বাধীনতা সংগ্রামীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তিনি৷ পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ অমিত শাহের সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়৷ ক্ষুদিরামের জন্ম ভিটে থেকে বেরিয়ে ৫০০ বছরের পুরনো মা সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে যান অমিত শাহ৷ 

অমিত শাহ বলেন, ‘‘বীর শহিদ ক্ষুদিরাম বসুর জন্মভিটেতে এসে এখানকার মাটি কপালে লাগানোর সৌভাগ্য আমার হয়েছে৷ স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের যোগদান ভারত কোনও দিনও ভোলেনি৷ ক্ষুদিরাম বসুও এই পরম্পরার বাহক ছিলেন৷ গোটা দেশে ওঁনার জনপ্রিয়তা ছিল৷  বাংলায় এসে এখানকার মাটি মাথায় স্পর্শ করালাম। এতে ধন্য বোধ করছি।’’ তিনি বলেন, ‘‘দেশের জন্য প্রাণ ত্যাগের সুযোগ আমরা পাইনি৷ তবে দেশের জন্য বাঁচার সুযোগ পেয়েছি৷ ক্ষুদিরাম বসুকে স্মরণ করে সেই পথেই এগিয়ে যাব৷’’ আজ ক্ষুদিরাম বসু ছাড়াও পন্ডিত রামপ্রসাদ বিসমিল, আসপাকুল্লা খান এবং ঠাকুর রোশন সিংয়ের শহিদ দিবস বলেও জানান অমিত শাহ৷ তৃণমূলকে বিঁধে তিনি বলেন, ক্ষুদিরাম বসু যতটা বাংলার ছিলেন, ততটাই ছিলেন ভারতের৷ দেশের জন্য যাঁরা লড়াই করেছিলেন, তাঁরা কোনও দিনও ভেদাভেদ করেননি৷ 

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

5 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

5 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

5 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

5 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

5 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

5 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: