উলুবেড়িয়া মহকুমার সবকটা পিকনিক স্পটে শুক্রবার উপচে পড়া ভিড়

হাওড়া, উলুবেড়িয়া: পিকনিক মানেই আনন্দ। নতুন সংযোগ। সকলের সাথে মিলে যাওয়া। এক সাথে খাওয়া, হৈ চৈ গান বাজনায় হারিয়ে যাওয়া। করোনায় সবকিছুতে যতিচিহ্ন এঁকে দিয়েছে।করোনার প্রথম ধাক্কায় বন্ধ হয়ে গিয়েছিল জনসমাগম।শীতের উৎসব ঘিরে এখনো কোন নির্দেশিকা নেই। ফলে করোনার ভয় কার্যত ভুলে বর্ষশেষের উদযাপনে মেতেছেন অনেকে। বিনা মাস্কে, দূরত্ব-বিধি উড়িয়ে বছরের প্রথম দিনে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে পিকনিকে মেতেছে প্রিয় বাঙালি। উলুবেড়িয়া মহকুমার সবকটা পিকনিক স্পটে শুক্রবার উপচে পড়া ভিড়। হাওড়া জেলার অন্যতম আকর্ষণীয় পিকনিক স্পট শ্যামপুর থানার গড়চুমুকের ৫৮ গেট।দামোদর নদের ওপরে এশিয়ার বৃহত্তম ৫৮টি লকগেট যুক্ত স্লুইস রয়েছে।

তাই গড়চুমুকের এই এলাকাটিকে ৫৮ গেট নামেই ডাকা হয়। এই লকগেটের উভয় দিকেই পিকনিকের ব্যবস্থা রয়েছে। এখানে হাওড়া জেলা পরিষদের গড়চুমুক পর্যটন কেন্দ্রে রয়েছে মৃগদাব বা ডিয়ার পার্ক।করোনাকে উপেক্ষা করেই এদিন সকাল থেকেই প্রিয় বাঙালি মেতে উঠেছে বনভোজনে।কিছু লোকের লাগামহীন আনন্দ একটা বড় অংশের জন্য বিপদ ডেকে আনবে না তো ? প্রশ্ন তুলছেন অনেকেই।বেশিরভাগ জনরেই মুখে মাস্ক দেখা গেল না। দূরত্ব-বিধি পালনের ন্যূনতম চেষ্টাও দেখা গেল না বহু জায়গায়।স্বাস্থ্যবিধি মেনে অনেক জায়গায় অনুষ্ঠান আয়োজনের কথা বলা হলেও আয়োজক কমিটি শেষ কতটুকু তা নিয়ন্ত্রণ করতে পারছেন তা বলা বাহুল্য।তবে এদিন প্রশাসনের পক্ষ সেভাবে নজরদারি দেখা গেল না গড়চুমুকের পিকনিক স্পটে।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

5 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

5 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

5 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

5 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

5 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

5 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: