কম্পিউটারাইজ আসন সংরক্ষণ কেন্দ্র বেলুড় মঠ থেকে তুলে নেওয়ার আশঙ্কা

গত ৪০ বছর ধরে চলে আসা রেলের কম্পিউটারাইজড আসন সংরক্ষণ কেন্দ্র বেলুড় মঠ থেকে তুলে নেওয়া হতে পারে। মৌখিকভাবে এমন কথা জানা গেলেও রেলের দাবি এনিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, যাই সিদ্ধান্ত নেওয়া হোক তা মঠের সন্ন্যাসীদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। যদিও শনিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই অসুবিধার কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন বেলুড় বালি অঞ্চলের সাধারণ মানুষ। মূলত খরচের কারণেই ৪০ বছরের পুরানো ওই টিকিট কাউন্টারটি সরিয়ে নেওয়া হতে পারে জানা গিয়েছিল। এই টিকিট কাউন্টারটি থাকায় সকলেরই খুব সুবিধা হত। যদিও এ বিষয়ে পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কমল দেও দাস জানান, ওই কম্পিউটার পরিচালিত আসন সংরক্ষণ কার্য্যালয়টি বন্ধ করে দেওয়া হবে এমন কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। যা কিছু করা হবে সেটা বেলুড় মঠ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই করা হবে। এখনও পর্যন্ত এনিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। উল্লেখ্য, চারদশক আগে ১৯৮০তে বেলুড়ে বিশ্ব ধর্মমহাসভা উপলক্ষে অসংখ্য ভক্ত ও প্রতিনিধিদের সমাগম উপলক্ষে আগত অতিথিদের সুবিধার জন্য ওই সংরক্ষণ কেন্দ্র রেলের পক্ষ থেকেই চালু করা হয়েছিল বেলুড় মঠে। পরবর্তীতে ওই আসন সংরক্ষণ কেন্দ্রে কম্পিউটারাইজড আসন সংরক্ষণ কেন্দ্রও চালু করা হয়। প্রবীণ সন্ন্যাসী, দেশীয় ও বিদেশী ভক্তদের সুবিধার জন্য এই কেন্দ্র গত ৪০ বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে। সপ্তাহে রবিবার ছাড়া কাজের দিনগুলিতে সকাল ৮টা থেকে বেলা ২ টো পর্যন্ত এখানে পরিষেবা পাওয়া যেত। তবে, অতিমারীর কারণে গত মার্চের শেষ থেকে কেন্দ্রটি একটানা বন্ধ রয়েছে। যাত্রীদের দাবি, বেলুড় বালি এলাকার বাসিন্দা এবং বেলুড় মঠে আসা দর্শনার্থীদের সুবিধার্থে এই কাউন্টার চালু রাখা হোক। প্রয়োজনে বেলুড় মঠ সংলগ্ন রেল স্টেশনেও যদি স্থানান্তরিত করা হয় তাহলেও মঠের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সুবিধা হবে।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

5 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

5 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

5 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

5 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

5 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

5 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: