মঞ্চ থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তৃণমূল সরকারকে তোপ দাগেন শুভেন্দু

ঝাড়গ্রাম:- রবিবারের দুপুরে গোপীবল্লভপুরে বিজেপির যোগদান মেলায় গিয়েছিলেন গেরুয়া শিবিরের নব্য সদস্য শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সেই মঞ্চ থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তৃণমূল সরকারকে তোপ দাগেন শুভেন্দু৷ এই সভা থেকেই পঞ্চায়েত স্তরে তৃণমূলের দুর্নীতি নিয়ে মমতা সরকারকে বিদ্ধ করেন শুভেন্দু৷ পঞ্চায়েত ভোটের কথা তুলে বিস্ফোরক দাবি শুভেন্দুর৷ বলেন, পুলিশকে ব্যবহার করে মধ্যরাতে বিজেপিতে ছাপ দেওয়া ব্যালটকে জোড়াফুল বলে চালিয়ে দেওয়া হয়েছে৷ 

শুভেন্দু তোপ দেগে বলেন, শৌচালয় তৈরির যে টাকা কেন্দ্র থেকে এসেছে তা মেরে খেয়ে নিয়ে তৃণমূলের পঞ্চুরা৷ এভাবেই তারা গরিব মানুষদের বঞ্চনা করেছে৷ শুভেন্দুর কথায়, জঙ্গলমহলের মানুষেরা ছোট ছোট ঘরে থাকেন৷ সেই ঘরগুলোর মাঝখানে একটা আধটা দোতলা তিনতলা বাড়ি রয়েছে যা তৃণমূলের পঞ্চুদের৷ যে ভাঙা সাইকেলে চাপত সে এখন তিনটে স্করপিওর মালিক৷ তিনি আরও বলেন, তৃণমূলের পঞ্চুরা আইসিডিএসএর চাকরিও নিজের ঘরের বাইরে কাউকে দেয়নি৷ এতটা নির্দয় ও সহানুভূতিহীন৷ চার-পাঁচ হাজার টাকা মাইনের কন্ট্রাকচুয়াল কাজ দিয়ে পাঁচ-সাত লাখ টাকা নিয়েছে৷

এদিনের মঞ্চ থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু এদিন বলেন, জঙ্গলমহলে বিজেপি অনেক শক্তিশালী৷ আরও শক্তিশালী করব৷ ২০ হাজারে জিতে থাকলে ৫০ হাজারে জেতাব৷ ৫০ হাজরে জিতে থাকলে ৮০ হাজারে জেতাব৷ একইসঙ্গে শুভেন্দু বলেন পিসি-ভাইপো কোম্পানি এতদিন তাঁকে জঙ্গলমহলে আসতে দেয়নি৷ পিসি- ভাইপোর পার্টিকে হারাতেই হবে, চরম হঁশিয়ারি শুভেন্দুর৷আগামী মকরে আসছে। প্রতি বছর আসতাম। এই দু-তিন বছর পিসি-ভাইপো কোম্পানি আমাকে জঙ্গলমহলে আসতে দেয়নি। এবারে মকরের দিন আসব। পিঠা গাড়িতে তুলে নিয়ে খেতে খেতে বাড়ি যাব। সবাই ভালো থাকবেন। টুসু, বাঁধনা, করম সবেতে আসি। জঙ্গলমহলের মানুষের সঙ্গে ঝুমুর গানও শুনি। মাদল-ধামসার সঙ্গে নাচি। এখানকার মানুষ এত ভালো, এত সুন্দর, এত সহজ-সরল। এরাই প্রতিবাদের অভিমুখ। আপনারা পঞ্চায়েতে, লোকসভায় করেছেন। এবার বিধানসভায় একেবারে ঝক্কায় বুথগুলিতে তৃণমূল নয় বিজেপি নয়ে নব্বই।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

4 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

4 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

4 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

4 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

4 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: