ডুমুরজলায় বিজেপির পাল্টা সভা হবে তৃণমূলের।আজ ময়দান পরিদর্শন করলেন অরূপ রায়

ডুমুরজলায় বিজেপির পাল্টা সভা করবে তৃণমূল। আগামী রবিবার ৭ ফেব্রুয়ারী সেই সভা হবে। এর আগে আজ মঙ্গলবার সকালে সভাস্থল পরিদর্শন করেন দলের হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন দলের সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য, বিধায়ক জটু লাহিড়ী সহ জেলা নেতৃবৃন্দ। কোন জায়গায় সভা হবে সেই স্থান এদিন চূড়ান্ত করা হয়। আগামীকাল থেকেই সভামঞ্চের কাজ শুরু হবে বলে অরূপবাবু জানান। এদিন মাঠ পরিদর্শন করে অরূপ রায় সাংবাদিকদের বলেন, আগামী ৭ তারিখ রবিবার ডুমুরজলা ময়দানে তৃণমূলের জনসভা রয়েছে। সভায় প্রায় চল্লিশ হাজার লোকের টার্গেট রয়েছে। এর আগে আমরা মিছিল করেছিলাম। সেখানে ৩০ হাজার লোকের টার্গেট রাখা হয়েছিল।

তারও বেশি লোক এসেছিলেন মিছিলে। জনসভাতেও টার্গেটের বেশি লোক আসবেন। সেখানে দলের জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এরই প্রস্তুতি আজকে দেখে গেলাম। আগামীকাল থেকে মঞ্চ বাঁধার কাজ শুরু হবে। বিজেপিকে আমরা কোনও দলই মনে করিনা পশ্চিমবঙ্গে। এরা মেদিনীপুর সহ বাইরের জেলা থেকে ডুমুরজলায় পাঁচ হাজার লোক এনেছিল। এরা উৎশৃংখল একটা দল। যারা কালো টাকা ব্যবহার করে বিভিন্ন জনকে অফার করছে। যারা লোভী তারা বিজেপিতে চলে গেছেন। এই দল বাংলায় ক্ষমতায় আসা তো দূরের কথা, ৫০টি আসনও অতিক্রম করতে পারবে না। রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাওয়া প্রসঙ্গে এদিন অরূপ রায় বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাওয়ায় আমাদের দলের চিন্তার কোনও কারণ নেই। আপদ বিদায় হয়েছে। রাহুমুক্ত হয়েছে দল।

বৈশালী ডালমিয়ার বিজেপিতে যাওয়া প্রসঙ্গে অরূপ রায় বলেন, উনি কবে দল করলেন ? উনি এমএলএ হয়েছিলেন। এখন দলকে গালাগালি করছেন। উনি জানতেন প্রার্থী হতে পারবন না। সেজন্য অন্য দলে নাম লিখিয়েছেন। উনি একবার প্রার্থী হয়ে দেখুন কত ভোটে হারাবো হিসেব করে নেবেন। এর পাশাপাশি অরূপবাবু বলেন, যে যেখানেই প্রার্থী হবেন যারা যারা আমাদের দল ছেড়ে চলে গেছেন তারা তাদের নিজেদের বিধানসভা এলাকায় প্রার্থী হয়ে দেখান গ্যারান্টি দিয়ে বলছি কিভাবে হারাতে হয় দেখব।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

22 hours ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

23 hours ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

23 hours ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

23 hours ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

23 hours ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

23 hours ago
https://www.banglaexpress.in/ Ocean code: