বামদের বনধ কে উপেক্ষা করে পার্থ চট্টোপাধ্যায়ের জন সভায় মানুষের ভিড়

দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর সভার পাল্টা সভার ডাক দিয়ে ছিল তৃণমূল । সেই মত প্রস্তুতিও হয়ে গিয়েছিল তৃণমূলের । কিন্তু সভার ঠিক আগের দিনেই বাংলা বনধের ডাক দেয় বামফ্রন্ট । শুক্রবার সকাল থেকেই বনধ এর সমর্থনে দিকে দিকে পথ অবরোধ থেকে শুরু করে মিছিল করতে দেখা যায় সিপিএম কর্মীদের । তৃণমূল সভার পূর্বে থেকেই দাবি করে ছিল বিজেপির সভার থেকে তিন গুণ লোক হবে । তারই বাস্তবায়িত হল এদিন । বামদের বনধ কে উপেক্ষা করে পার্থ চট্টোপাধ্যায়ের জন সভায় মানুষের ভিড় উপচে পড়ে ।

বেলা বারোটা থেকেই মানুষের জমায়েত শুরু হতে থাকে ঝাড়গ্রামের জামদা সার্কাস মাঠে । সভাস্থলে দুপুর তিনটা নাগাদ পৌঁছায় রাজ্যের শিক্ষা মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন , আমরা তো এখানে বসে আছি আসলে সভা পরিচালনা করছেন আপনারাই । যারা অতি কষ্ট করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মুখ্যাম জবাব দেওয়ার জন্য  বিজেপি , কংগ্রেস , সি পি এম তাদের বিরুদ্ধে জঙ্গলমহলের হাঁসি ফোটানো জঙ্গলমহলের উন্নয়নের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে জড় হয়েছেন । নাড্ডা বাবু প্লেনে করে এখানে একবার নামুন , আপনি গড্ডা খেয়েছেন মানুষের সমর্থন দেখুন এখানে কোথায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের সমর্থন কোথায় । আসল কথা বাইরে থেকে সৈন্যবাহিনী এনে , সেনাপতি এনে যুদ্ধে জয় করা যায় না ।

প্রধানমন্ত্রীকে উদেশ্য করে বলেন,  প্রধানমন্ত্রী বলছে সরকারি অনুষ্ঠান থেকে বিজেপির হয়ে এবার রাম কার্ড , আরে ভাই এবার জনতা কার্ড , মমতা কার্ড । তিনি আরও বলেন , এখানে দাবি ছিল কর্মসংস্থানের জন্য ,  তিরনবাজি দের জন্য ক্যাম্প করার দাবি ছিল , স্কুল , কলেজ , বিশ্ব বিদ্যালয় করার বাদি ছিল , শিক্ষক নিয়গের দাবি ছিল , কর্মসংস্থান তৈরি করার দাবি ছিল আপনা চেয়ে দেখুন তার দিকে । আজকে ঝাড়গ্রামের বুকে ঝাড়গ্রাম বিশ্ব বিদ্যালয় তৈরি হয়েছে , মেডিকেল কলেজ , সুপার স্পেশ্যালিটি হাসপাতাল , আলচিকি ভাষার স্কুল  হয়েছে । অন্যদিকে পাঁচশো আলচিকি শিক্ষক নিয়গের কাজ চলছে । কিছু দিনের মধ্যেই তার নিয়োগ প্রক্রিয়া শেষ হবে । যে সমস্ত স্বকৃত ভাষা আছে সেই ভাষর বিদ্যালয় হবে । মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন যে প্রতিশ্রুতি দেন তা তিনি রাখেন । বিজেপির মত ফাঁকি বাজে নয় বা বামফ্রন্ট এর মত অত্যাচারি নয় । শান্তি ও উন্নয়নের লক্ষে আমরা কাজ করছি ।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদেওয়া নেতা উদ্যেশ্যে তিনি বলেন , অনেক দলবদলু নেতা এখানে এসে বলে যান তারা নাকি জঙ্গলমহলের ত্রাণ কর্তা , তারা ত্রাণ কর্তা না তারা পকেট ভরার কর্তা । জঙ্গলমহলের মানুষেকে দুঃখে রেখে নিজেরা বড় হয়েছে । জঙ্গলমহলের মানুষের দুঃখে তারা আসেনি , কোন এনজিও কে দিয়ে দুই একটি বাড়ি করছে । মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ক্রমাগত মানুষের পাশে থেকে মানুষের প্রত্যাশাকে পূরণ করেছে ।

বিজেপিকে কটাক্ষ করে বলেন , আমি আশ্বত করতে চাই আপনাদের এরা শান্তিকে বিঘ্নিত করতে চাই , এরা উন্নয়নের পথ বন্ধ করে দিতে চাই , এরা বাড়ি তৈরি থেকে পঞ্চায়েত , এরা দুয়ারে সরকারের কাজ বন্ধ করে দিতে চাই । আজকে রেল বেসরকারি করা হচ্ছে , বিএসএনএল কে বেসরকারি করা হচ্ছে , এয়ারপোর্ট গুলোকে বেসরকারি করা হচ্ছে , জীবন বীমা গুলোকে বেসরকারির হাতে ছেড়ে দেওয়া হচ্ছে । এটা হচ্ছে বেচাদের সরকার শুধু বেচে দাও । এই বেচে দেওয়া সরকার আর নয় দরকার ।

বিধানসভা ভোট কে লক্ষ্য করে তিনি বলেন , ২০২১ শের বিধানসভা নির্বাচনে আমাদের চারটি বিধানসভা প্রার্থীদের সবাই মিলে সমর্থন করুন আসলে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিনের সভায় উপস্থিত ছিলেন , তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাত , দেবু টুডু তৃণমূলের এসটি সেলের সভাপতি , ঝাড়গ্রাম জেলা তৃণমূলের চেয়ারম্যান বিরবাহা সরেন টুডু , ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু , গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামনি মাহাত , বিনপুরের বিধায়ক খগেন্দ্রানাথ হেমব্রম , ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস , ঝাড়গ্রাম জেলা তৃণমূলের দুই কো অর্ডিনেটার অজিত মাহাত ও উজ্জ্বল দত্ত সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব ।

admin

Share
Published by
admin

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

2 days ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

2 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

2 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

2 days ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

2 days ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: