পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব ভাবে বিক্ষোভ

হাওড়া উদয়নারায়নপুর: পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার হাওড়ার উদয়নারায়নপুর বাস স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পে অভিনব ভাবে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজার নেতৃত্বে তৃনমূল কংগ্রেসের মহিলারা গ্যাসের বদলে কাঠ জ্বালিয়ে রান্না করে বিক্ষোভ দেখাতে থাকে।বিক্ষোভকারীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে কেন্দ্র সরকার জনবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে।লকডাউনে মানুষ কাজ হারিয়েছে ৷ অনেকেই বাড়ি থেকে অর্ধেক বেতনে কাজ করছেন ৷ এই পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে।যার প্রভাব সরাসরি নিত্য প্রয়োজনীয় জিনিসে পড়ছে ৷গত দু’মাস ধরে লাগাতার উর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের দাম ৷ যার প্রভাব নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে পড়েছে ৷

এই পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সাধারণ মানুষ নাজেহাল।উদয়নারায়নপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা বলেন,অনেকে কর্মহীন হয়ে বাড়িতে বসে রয়েছেন ।সাধারনের পকেটে টাকা নেই ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের জনবিরোধী নীতিতে পুঁজিপতিদের পকেট ভরছে।তিনি আরও বলেন, বিজেপি ভোটে আগে বলেছিল, ‘সবকা সাথ-সবকা বিকাশ-সবকা-বিসওয়াস’৷ কিন্তু সরকার গঠন হয়ে যাওয়ার পর সেই স্লোগান ভুলে গেছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ মোদি সরকার পুঁজিপতিদের সঙ্গে থেকে তাঁদের বিকাশের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে বিধায়ক বলেন। এদিন বিধায়ক গরুর গাড়িতে চড়ে পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখানোর সময় কুরচি শিবপুর গ্রামের এক মুহূর্ষ রোগীকে অ্যাম্বুলেন্সে করে উদয়নারায়নপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছিল পরিবারের লোকজন। পেট্রোল পাম্পের কাছে ওই অ্যাম্বুলেন্সের পেট্রোল শেষ হয়ে গেলে অ্যাম্বুলেন্সটি বন্ধ হয়ে যায়। চালকের পকেটে টাকা না থাকায় পেট্রোল নিতে পারছিলেন না। সেই সময় বিধায়ক গরুর গাড়িতে করে ওই রোগীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।রোগীর আত্মীয় বিপ্লব কুমার জানান, বাড়ি থেকে রোগীকে উদয়নারায়নপুর হাসপাতলে নিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি অ্যাম্বুলেন্সটি বন্ধ হয়ে যায়। চালকের কাছ থেকে জানতে পারি পেট্রোল শেষ হয়ে যাওয়ার জন্য গাড়ি বন্ধ হয়ে গিয়েছে। চালকের পকেটেও টাকা না থাকায় পেট্রোল নিতে পারছিল না। সেই সময় কিছুটা দূরে দেখি বিধায়ক গরুর গাড়িতে চড়ে বিক্ষোভ দেখাচ্ছিল পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে। বিধায়ক সহযোগিতা করে গরুর গাড়িতে করে রোগীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

admin

Share
Published by
admin

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

20 hours ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

24 hours ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

24 hours ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

1 day ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

1 day ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

1 day ago
https://www.banglaexpress.in/ Ocean code: