জমি আন্দোলনের আঁতুড়ঘরে ট্রাক্টর মিছিল, মানুষের পঞ্চায়েত গড়ার ডাক অভিষেকের

‘নাঙল যার জমি তার’। বাম আমলের শ্লোগান ছিল। কিন্ত বাম আমলের শেষের দিকে বুদ্ধদেব ভট্টাচার্যের দল বেমালুম ভুলে গিয়েছিল সে কথা। দম্ভ আর অহঙ্কারে বুঁদ হয়ে গিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুরা। জোর করে কৃষকদের জমি কেড়ে নিয়ে গড়তে চেয়েছিল গাড়ি কারখানা। যে সে জমি নয়, তিন ফসলি, চার ফসলি জমি। সিঙ্গুর, হরিপালের কৃষকরা সপাটে থাপ্পর কসিয়েছিল বামেদের চোয়ালে। ২০১১ সালে সরকারটাই উল্টে যায়। সেই থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি এরাজ্যের বামেরা। আর এখন তো বিধানসভায় তারা ‘শূন্য’।

জমি আন্দোলনের সেই আঁতুরঘরে গেরুয়া বাহিনী লম্ফঝম্ফ শুরু করে ছিল। মানুষকে ভুল বোঝানো, উস্কানি দেওয়ার কাজটা সুমসৃন ভাবে চালানোর চেষ্টা করে শুভেন্দু অধিকারীরা। সফল হয়নি। গত বিধানসভা ভোটে সিঙ্গুর-হরিপাল জানিয়ে দিয়েছিল দেশ তথা বিশ্বে তারা যে দিক নির্দেশ করেছে কোন প্ররোচনা তাদের লক্ষ্য ভ্রষ্ট করতে পারবে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের যে অগাধ আস্থা ও বিশ্বাস তার প্রতিফলন আরও একবার দেখাল সেখানকার বাসিন্দারা। মঙ্গলবার অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে জনজোয়ার দেখা গেল। জমি আন্দোলনের আঁতুড়ঘরে অভিষেকের ট্রাক্টর মিছিলে ছিল জনস্রোত। মানুষের উন্মাদনা দেখে আপ্লুত তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সোস্যাল মাধ্যমে অভিষেক লিখেছেন, “হুগলির কৃষক বন্ধুরা আজ আমাকে যেভাবে আপন করে নিলেন, তাতে আমি আনন্দিত, সম্মানিত এবং গর্বিত! আজ, JonoSanjogYatra-র ৪১তম দিনে হরিপালে একটি ব্যতিক্রমী, ট্রাক্টর রোড শো-এর আয়োজন করা হয়েছিল।

সংশ্লিষ্ট আয়োজনে অন্নদাতাদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আরও একবার TrinamooleNaboJowar-এর সার্বিক সাফল্য সূচিত করল। তাতে বাড়তি মাত্রা যোগ করেছিল আরও হাজার হাজার মানুষের উজ্জ্বল উপস্থিতি! তাঁরা সকলেই রোড শো চাক্ষুষ করতে এসেছিলেন।

এই বঙ্গের প্রত্যেক কৃষক আমাদের সম্পদ। তাঁদের স্বার্থরক্ষায় আমরা সদা তৎপর। কথা দিচ্ছি, ‘মানুষের পঞ্চায়েত’ গঠন করে চাষি ভাই-বোনেদের জীবনেও উন্নয়নের নব জোয়ার আনব।”

admin

Share
Published by
admin

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

21 hours ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

1 day ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

1 day ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

1 day ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

1 day ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

1 day ago
https://www.banglaexpress.in/ Ocean code: