জেলা পরিষদে ২০ তে ২০ তৃণমূল

রাজ্যের কুড়িটি জেলা পরিষদের ২০টিই তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে। জেলায় জেলায় দাপট অব্যাহত রেখেছে ঘাসফুল শিবির। বিরোধী শিবিরের জোটবদ্ধ ষড়যন্ত্রের পরও তৃণমূলের এই সাফল্য, দাবি শোভন দেব চট্টোপাধ্যায়ের। 18-র থেকে ভালো ফল করেও খুশি বিজেপি। ক্ষমতা অনুযায়ী ফলাফল হয়েছে, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির।

ত্রিস্তর পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে তৃণমূলের জয়জয়কার। জেলা পরিষদে ২০ তে ২০ তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দাপট রাজ্যের ২২ টি জেলাতেই। গত বিধানসভা নির্বাচনে যেসব জেলায় বিজেপি তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছিল সেখানেও এই পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয়জয়কার। আলিপুরদুয়ারে জেলা পরিষদের ১৮ তে ১৮ তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে এই জেলায় একটি আসনেও জিততে পারেনি তৃণমূল। কোচবিহার জেলায় জেলা পরিষদের ৩৪ টি আসনের মধ্যে তৃণমূল ৩২ আসনে জয়লাভ করেছে। দক্ষিণ দিনাজপুরে ২১ আসনের জেলা পরিষদে ২১টিই তৃণমূল দখল করেছে। জলপাইগুড়ি জেলাতেও তৃণমূলের দাপট অব্যাহত। এই জেলার ২৪ টি জেলা পরিষদ আসনের মধ্যে তৃণমূলে দখলে গিয়েছে ২৪ টিই। মালদা জেলা পরিষদেও ৪৩ টির মধ্যে তৃণমূল ৩৪। মুর্শিদাবাদ জেলা পরিষদে ৭৮ আসনের মধ্যে ৭১ টি তৃণমূল দখল করেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ও একইভাবে দাপট দেখিয়েছে রাজ্যের শাসক দল। জঙ্গলমহলের জেলাগুলিতে গত বিধানসভা ভোটে বিজেপি ভালো ফল করেছিল। এবারের পঞ্চায়েত ভোটে ধরাশায়ী বিজেপি। পুরুলিয়া জেলায় ৪৫ টি জেলা পরিষদ আসনের মধ্যে ৪২টি তৃণমূলে র দখলে গিয়েছে। বাঁকুড়া জেলায় ৫৬ টির মধ্যে ৫৫ টিতে জয়ী তৃণমূল। পূর্ব মেদিনীপুরে ৭০ টির মধ্যে ৫৬ টি আসনে জয়ী তৃণমূল। ঝাড়গ্রাম জেলায় ১৯ টিতেই তৃণমূল। রাজ্যের মন্ত্রী তথা বর্ষিয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বিরোধীরা জোটবদ্ধ হয়ে শাসক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল।
পঞ্চায়েত ভোটে ধরাশায়ী হওয়ার পরও বিজেপির দাবি ১৮-র থেকে ভালো ফল করেছে তারা। 24 শে দেখিয়ে দেওয়ার হুংকারও ছুড়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজেদের শক্তি অনুযায়ী ফল হয়েছে, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
ভোট শতাংশে ত্রিস্তর পঞ্চায়েত ভোটে তৃণমূলের পক্ষে গিয়েছে 51.14% ভোট। বিরোধী দল বিজেপির ভোট শতাংশ ২২.৮৮। সিপিএম পেয়েছে ১২.৫৬ শতাংশ ও কংগ্রেস ৬.৪২ শতাংশ। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বীরভূম সহ রাজ্যের সব জেলাতেই ঘাসফুল বিরোধী শক্তিকে কোণঠাসা করেছে। এমনকি বিরোধী দলনেতার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রেও এগিয়ে গিয়েছে তৃণমূল।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

2 weeks ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

2 weeks ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

2 weeks ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

2 weeks ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

2 weeks ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

2 weeks ago
https://www.banglaexpress.in/ Ocean code: