Categories: রাজ্য

বর্ধমানে রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন মন্ত্রী রবীরঞ্জন চট্টোপাধ্যায়

মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলকোট, বর্ধমানঃ সম্প্রতি বর্ধমান শহরের উৎসব ময়দানে পশ্চিমবঙ্গ রাজ্য হস্ত শিল্প মেলার শুভ উদঘাটন করলেন বর্ধমান দক্ষীন কেন্দ্রের বিধায়ক এবং সেই সাথে রাজ্য সরকারের মন্ত্রী রবীরঞ্জন চট্টোপাধ্যায় । অন্যান্য অতিথিদের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পরিষদীয় সচিব উজ্বল প্রামানিক, জেলাসভাধিপতি দেবু টুডু উপস্থিত ছিলেন। তবে জেলা শাসক সৌমিত্র মোহন, বর্ধমান পৌরপিতা স্বরুপ দত্তের নাম থাকলেও, দেখা যায়নি। রাজ্য হস্তশিল্প মেলা হিসাবে এটি তৃতীয় বর্ষে পড়ল। আগামী ৮ ফেব্রুয়ারী পর্যন্ত বেলা ১ টা থেকে রাত্রী ৯ টা অবধী হস্ত শিল্প মেলাটি চলবে। আয়োজক হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারী উদ্যোগ এবং বস্ত্র দপ্তর রয়েছে বাংলার প্রধান কুড়িটি নদীর নামকরণে জেলা ভিত্তিক ষ্ট্রল রয়েছে। যেমন উত্তর ২৪ পরগনার ইছামতি, বর্ধমানে অজয়, পশ্চিম মেদিনীপুরের কংসাবতী, বেত, বাঁশ, খড়, তালপাতা , শোলা, ডোকরা, কার্ড জাতীয় সামগ্রী পাওয়া যাচ্ছে হস্ত শিল্প মেলায়। দুপুর ১২ টা নাগাদ শিল্পীদের তৈরী উত্তরীয় দিয়ে বরণ করা হয় অতিথিদের। উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেন শ্বেতা মজুমদার। স্বাগত ভাষণে বস্ত্র দপ্তরের সহকারী ডিরেক্টার সুবলচন্দ্র পাঁজা মেলার সহযোগীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। উদ্বোধক মন্ত্রী রবীরঞ্জন চট্টোপাধ্যায় তাঁর সংক্ষিপ্ত বক্তব্য ভাষণে জানান – গ্রামীণ ছোট শিল্পকে গুরুত্ব না দিলে রাজ্য বা দেশে এগিয়ে যেতে পারে না। যদিও উন্নয়নশীল দেশে বড় শিল্প আর্থিক ভিক্তিকে মজবুত করে। সামগ্রিক উন্নয়ন করতে গেলে কুটীর শিল্পকে প্রাধান্য দিতেই হবে। স্বদেশী আন্দোলনে তাই রবীন্দ্রনাথ লিখেছিলেন – বাংলার মাটি বাংলার জল… । প্রধান অতিথি মন্ত্রী স্বপন দেবনাথ রবীবাবুকে ‘ স্যার’ সুচক সম্মান জানিয়ে বলেন – কর্মসংস্থানের সুযোগ সব চাইতে বেশি হস্ত শিল্পে। নুতন সরকার বর্ধমানের ৩৪ হাজার শিল্পীকে পরিচয়পত্র দিয়েছে। সামগ্রিক বাংলায় সংখ্যাটা ৫ লাখ ৬৬ হাজার। ২০১২ – ‘১৩ বর্ষে ২ কোটি ৮৮ লক্ষ ৫০ হাজার টাকা বিক্রি হয়েছিল এবং অংশগ্রহণে ছিল ৬২৫ জন শিল্পী। ২০১৩ – ‘১৪ বর্ষে বিক্রি হয় ২ কোটি ৯৫ হাজার এবং ৬৩৫ জন শিল্পী অংশগ্রহণ করে থাকে। এবার ৬৫০ জন হস্ত শিল্পী এসেছেন। তাদের জিনিশপত্রের পরিবহণ খরচ এবং প্রতিদিন খাওয়ার খরচ সরকারের তরফে দেওয়া হচ্ছে। মেলায় ষ্টল ভাড়া লাগছে না বলে জানান স্বপন বাবু। অনুষ্ঠান শেষে দেখা গেল অধ্যাপক রবীরঞ্জন চট্টোপাধ্যায়কে। শতাধিক গুণমুগ্ধ ছাত্র তাদের ‘ স্যারের’ কাছে প্রণাম করে আশীবাদ নিচ্ছে।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

3 hours ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

3 hours ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

3 hours ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

3 hours ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

3 hours ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

3 hours ago
https://www.banglaexpress.in/ Ocean code: