১৯৪৫, ৬ই আগষ্ট আর না আসে !

   খবরইন্ডিয়াঅনলাইনঃ  ১৯৪৫ সালের ৬ আগষ্ট,  এই দিনে জাপানের হিরোশিমা শহরে মার্কিন বিমান থেকে আনবিক বোমা ফেলা হয়েছিল। এতে নিহত হয়েছিল হাজার হাজার মানুষ। দেখতে দেখতে পেরিয়ে গেছে ৭০ টি বছর। ৭০ বছর পর সেই বিভৎস দিনটিকে স্মরণ করছে ওই শহরের বাসিন্দারা।

শুধু ওই শহরের বাসিন্দারাই নয়, পুরো দেশ ওই দিনটিকে স্মরণ করছে। এ উপলক্ষে বৃহস্পতিবার নিহতদের স্মৃতিতে নির্মিত উদ্যানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শিনজো আবে। তার উপস্থিতিতে শহরের মোতোইয়াসু নদীতে ভাসিয়ে দেওয়া হয় হাজার হাজার প্রদীপ।

হিরোশিমাতে বোমা ফেলার মাত্র তিনদিন পর দ্বিতীয় হামলার শিকার হয় নাগাশাকি। আর এটাই বুঝি ছিল দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কৃতিত্ব!

সেসময় ওই শহরে অন্তত ১ লক্ষ ৪০ হাজার মানুষ বাস করত। ইনোলা গেই নামের মার্কিন বি-২৯ বোমারু বিমানটি ১৯৪৫ সালের ৬ আগষ্ট আনবিক বোমা ফেলেছিল। শহরের ৬শ মিটার জায়গা জুড়ে বোমাটি বিস্ফোরিত হয়েছিল। ওই দিন অন্তত ৭০ হাজার মানুষ নিহত হয়েছিল বলে ধারনা করা হয়। তবে পরের দিনগুলো ছিল আরো ভয়াবহ। বিকিরণ বিষক্রিয়ায় যারা আহত হয়েছিল দিনের পর দিন করুণভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাদের অনেকেই।

ওই দিনটিকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করেছে পুরো জাপানবাসী। যে সময় মার্কিন বিমান শহরের কেন্দ্রে বোমা ফেলেছিল ঠিক সেসময় অর্থাৎ স্থানীয় সময় সকাল সোয়া আটটায় ঘণ্টাধ্বনি বাজানোর মধ্য দিয়ে শুরু হয় হিরোশিমা দিবসের আয়োজন।

হিরোশিমার ১৯৪৫ সালে বোমা হামলার কেন্দ্রস্থল থেকে কিছুটা দুরের শান্ত পার্কের স্মৃতিসৌধে ওই স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ। তাদেরকে উদ্দেশে প্রধানমন্ত্রী আবে বলেন, ‘আনবিক বোমা শুধু হিরোশিমার হাজার হাজার মানুষকে হত্যাই করেনি। বরং যারা বেঁচে আছেন তাদেরকে দিয়েছে অবর্ণনীয় যন্ত্রণা।’

তিনি আরো বলেছেন, ‘আজ হিরোশিমা নতুন করে জেগে উঠেছে এবং এটি সংস্কৃতি এবং সমৃদ্ধির একটি শহরে পরিণত হয়েছে।’ হিরোশিমা দিবসের ৭০ বছর পূর্তিতে তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ওপরও জোর দেন।

বৃহস্পতিবার হিরোশিমা দিবসের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবের সঙ্গে আরো উপস্থিত ছিলেন হিরোশিমার মেয়র কাজুমি মাতুসি ও জাপানের মার্কিন রাষ্ট্রদূত ক্যারোলিন কেনেডি। হিরোশিমা শহরে আনবিক বোমায় নিহতদের স্মরণে নীরব প্রার্থণার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে তারা শান্তির প্রতীক এক ঝাঁক পায়রা উড়িয়ে দেন।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

3 hours ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

3 hours ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

3 hours ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

3 hours ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

3 hours ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

3 hours ago
https://www.banglaexpress.in/ Ocean code: