ঘোষ বাড়ির পুজো ২০০ বছরের

 খবরইন্ডিয়াঅনলাইনঃ   মালদার ঘোষ পরিবারের পুজো  পৌনে ২০০ বছরের । আকাশে বাতাসে এখন শারদিয়া উৎসবের আনন্দ উদ্ভাসিত। শিউলি ফুলের মৃদু গন্ধ মা উমার কথায় মনে করিয়ে দেয়।   আজ জানাবো মালদা জেলার ঘোষ বাড়ির পুজো  নিয়ে। মালদা জেলার প্রাচীন পুজো গুলির মধ্যে ঘোষবাড়ির পুজো রয়েছে সেই প্রাচীনত্বের ছোঁয়া। বাংলাদেশে রাজশাহী জেলার আত্রেয়ী গ্রামে থাক কালীন স্বপ্নাদেশ পেয়ে ১৮৩০ সালে এই পুজো করতে শুরু করেন মহেন্দ্রনাথ ঘোষ। এর পর মহেন্দ্র বাবুর ছেলে সুমন ঘোষ ৭১ সালের যুদ্ধের সময় ভারতবর্ষ অর্থাৎ মালদা জেলাতে এসে বসবাস শুরু করেন। এরপর পুজোর সময় বাংলাদেশে যেতেন স্বপরিবারে মিলে।পরিবারের সকলের সাথে মিলিত হওয়ার আনন্দই আলাদা। কিন্তু পুজোর পরম্পরা ধরে রাখতে ১৯৮০ সাল থেকে তিনি মালদা জেলার বিবেকানন্দ পল্লীতে বাড়িতেই একটি মন্দির তৈরি করে পুজো করতে শুরু করেন সুমন বাবু।এখনও নিয়ম মেনে মালদা ও রাজশাহী দুই জায়গাতেই এই পুজো হয়ে থাকে। ১৯৯৯ সালে সুমন বাবুর মৃত্যুর পর এই পুজোর হাল ধরেন সুমন ঘোষের ছেলে পার্থ ঘোষ। বর্তমানে তিনিই পুজো করে আসছেন। এই পরিবারের বর্তমান কর্ত্রী ফুলকুমারী ঘোষ বয়সের ভারে ভারাক্রান্ত।তিনি বলেন,  এই পুজো প্রায় পৌনে ২০০ বছর ধরে চলে আসছে, বৈশাখ মাসে অক্ষয়তৃতীয়ার দিনে পাট পুজো করা হয়। এরপর সোজা রথে বোনা বাঁধা হয় ও উল্টো রথে মায়ের গায়ে মাটি দেওয়া হয়। মহালয়ার দিন মায়ের চক্ষু দান করা হয় পাশাপাশি মৃন্ময়ী মা উমাকে সাজানো হয়। ষষ্ঠীর দিনে আসনে তোলা হয় মাকে। ১৯৮২ সাল থেকে তুলশি পাল এই পুজোর প্রতিমা তৈরি করেন, বর্তমানে পুজোটি বড় আকার ধারন করেছে। মন্দিরের পরিসরও বৃদ্ধি পেয়েছে, পুজোকে কেন্দ্র করে দেশ বিদেশে থাকা আত্মীয়রাও চারদিনের জন্য বাড়িতে আসে। মায়ের ভোগের সমস্ত রান্না বাড়িতে ব্রাহ্মণ দিয়ে তৈরি করা হয়। ভোগের মিস্টিও তৈরি হয় বাড়িতে। এই বাড়ির পুজোতে ভোগের বিশেষত্ব হল যে এখানে সপ্তমীতে মাকে ভোগ দেওয়া হয় বিভিন্ন রকমের ফল বাতাসা ও কাঁচা সন্দেশ, অষ্টমীতে দেওয়া হয় গাওয়া ঘিয়ে ভাজা লুচি ও পাঁচ রকমের ভাজা। নবমীর দিনেও একই ভোগ দেওয়া হয় কিন্তু দশমীর দিনে মাকে বিদায় জানানো হয় পান্তা ভাত,নাল শাক ও জোরা রুই মাছ দিয়ে। এই বাড়ির দুর্গা প্রতিমায় কোন মহিষের মূর্তি থাকে না। এই পুজতে কেবল ঘোষ পরিবার নয় মালদা জেলার বিভিন্ন প্রান্তের মানুষ আসেন অংশ গ্রহণ করতে। পুরানো নিয়মাবলি রীতিনীতি মেনে মায়ের আরাধনা করা হয়ে থাকে। ( ছবিঃ প্রতীকী )।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

18 hours ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

18 hours ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

18 hours ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

18 hours ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

18 hours ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

18 hours ago
https://www.banglaexpress.in/ Ocean code: