আরও কঠিন নিরাপত্তা দেওয়া হবে অস্ট্রেলিয়ার দলকে

খবরইন্ডিয়াঅনলাইনঃ     অনিশ্চিত হয়ে পড়া অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে সফর নিয়ে আজ সেদেশের একজন কর্মকর্তার সাথে বৈঠকের পর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সবোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

মন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেট কর্মকর্তা শন ক্যারলের সাথে বৈঠকের সময় এই সফরকে কেন্দ্র করে কি কি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে তা ব্যাখ্যা করা হয়।

আসাদুজ্জামান খান সংবাদমাধ্যমকে বলেন, তিনি আশা করছেন অস্ট্রেলিয়া এতে নিশ্চয়তা পেয়েছেন, এবং তারা তাদের মত  পরিবর্তন করবেন। মি. খান বলেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে।

মি. ক্যারল এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কোন কথা বলেন নি। তিনি আজই দেশে ফিরে যাচ্ছেন।

ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন বলেছে – মি. ক্যারলের প্রতিবেদনের ভিত্তিতে দ্রুতই অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে যে এই সফর হবে কিনা।

দুটো টেস্ট ও একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে বিশ্বের অন্যতম ক্রিকেট শক্তি অস্ট্রেলিয়ার বাংলাদেশে পৌঁছানোর কথা সোমবারে।
তবে এখন পরিবর্তিত অবস্থায় অস্ট্রেলিয়া দল বাংলাদেশে কবে আসবে তা অনিশ্চিত।

কয়েকদিন আগে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে এই সফর বিলম্বিত করার কথা জানিয়ে সে দেশের ক্রিকেট বোর্ড তাদের নিরাপত্তা প্রধান শন ক্যারলকে ঢাকায় পাঠায়।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ব্রিসবেনে সাংবাদিকদের বলেন, শুক্রবারে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে তাদের জানানো হয় যে বাংলাদেশে পশ্চিমা স্বার্থের প্রতি হুমকি আছে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।

এরপর অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের পরিকল্পনায় পরিবর্তন আনার জন্যেও তাদেরকে বলা হয় বলে তিনি জানান। মি. সাদারল্যান্ড বলেন, নিরাপত্তার বিষয়টিতেই তাকে সবচেয়ে বেশী মনোযোগ দিতে হয়েছে।

“আমাদের অবস্থান হলো, আমরা চাই সফরটি পরিকল্পনা মত এগিয়ে যাক। এটি খুব আকস্মিকভাবে এসেছে এবং আমাদেরকে এর প্রতি সাড়া দিতে হয়েছে। আমাদের খুবই ইচ্ছে সফরটি হোক, কিন্তু খেলোয়াড় ও কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার” বলছিলেন মি. সাদারল্যান্ড।

admin

Share
Published by
admin
  • https://www.banglaexpress.in/ Ocean code:

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

1 day ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

1 day ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

1 day ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

1 day ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

1 day ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

1 day ago
https://www.banglaexpress.in/ Ocean code: