মুসলিমদের বিরুদ্ধে বাজে কথা নয়, ওবামা

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    বারাক ওবামা যুক্তরাষ্ট্রের মুসলিমদের প্রতি খারাপ  আচরণ না করতে দেশবাসীর প্রতি আহ্‌বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি তার দেশ ও বিশ্বের মুসলমানদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হতে বলেছেন।

রবিবার সন্ধ্যায় সন্ধ্যায় হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে এই আহ্‌বান জানান ওবামা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার ভাষণে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধকৌশল ঘোষণা করেননি। এ ছাড়া আইএস মোকাবিলায় যুক্তরাষ্ট্র সেনা পাঠানোর কোনো ঘোষণাও দেননি তিনি।

গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনোয় এক দম্পতির গুলিতে হতাহতের ঘটনার পর ওবামা এই ভাষণে বেশ কিছু নীতিগত সিদ্ধান্তের ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছিল। ওই হামলায় ১৪ জন নিহত ও ২১ জন আহত হন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে নাগরিকদের মধ্যে চাপা ক্ষোভ, উদ্বেগ, উৎকণ্ঠা, সন্দেহ ও আতঙ্ক বিরাজ করছে।

দেশবাসীকে আশ্বস্ত করে ওবামা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। যে করেই হোক, এই জঙ্গিবাদকে মোকাবিলা করা হবে। আইএসকে নির্মূল করতে যুক্তরাষ্ট্র সর্বশক্তি প্রয়োগ করবে। এই অপশক্তির বিরুদ্ধে জয়ী হওয়ার জোরালো প্রত্যয় ঘোষণা করেন তিনি।
ওবামা তার ভাষণে যুক্তরাষ্ট্রের মুসলমানদেরও আশ্বস্ত করেছেন। তাদের চাপা আতঙ্ক দূর করার চেষ্টা করেছেন। চরমপন্থীদের অপকর্মের দায়ে মুসলিমদের সন্দেহ না করতে দেশবাসীর প্রতি আহ্‌বান জানিয়েছেন তিনি।

ওবামা জোরালো কণ্ঠে বলেন, আইএসবিরোধী যুদ্ধ মুসলমানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। চরমপন্থা রুখে দিতে মুসলমানদের প্রতি আহ্‌বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ওবামা বলেন, পশ্চিমের সঙ্গে ইসলামের যুদ্ধ পরিচালনার অভিপ্রায় নিয়ে কাজ করছে আইএস। তাদের ফাঁদে পা না দিয়ে সন্ত্রাসবাদ মোকাবিলায় কাজ করবে যুক্তরাষ্ট্র।

ওবামা তার ভাষণে উল্লেখ করেন, আইএস চায়- আমেরিকা দখলদার শক্তি হিসেবে তাদের দেশে যাবে। আর তারা চোরাগোপ্তা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের সেনাদের প্রাণহানি ঘটাবে। এই পথে না গিয়ে আইএস দমন করবে যুক্তরাষ্ট্র। এ জন্য সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি অনুমোদন করতে কংগ্রেসের প্রতি আহ্‌বান জানান তিনি। যদিও আগে থেকেই ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহার করে আসছে।

ওবামা তার ভাষণে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের কড়াকড়ির ওপর গুরুত্ব আরোপ করেন। ‘নো-ফ্লাই’ তালিকায় থাকা লোকজন, মারাত্মক অপরাধীরা যাতে সহজে আগ্নেয়াস্ত্র কিনতে না পারে, সে জন্য আইন প্রণয়ন করতে কংগ্রেসের প্রতি আহ্‌বান জানান তিনি।

admin

Share
Published by
admin

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

1 day ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

1 day ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

1 day ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

1 day ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

1 day ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

1 day ago
https://www.banglaexpress.in/ Ocean code: