এবছর রকফেলারে আসছে ৭৫ ফুটে “ক্রিসমাস ট্রি”

নিজস্ব সংবাদদাতা : Christmas উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নিউইয়র্ক শহরে রকফেলার সেন্টারে আয়োজিত হচ্ছে “ক্রিসমাস ট্রি” উৎসব। অনুষ্ঠানের মূল আকর্ষণ ‘ক্রিসমাস ট্রি’ এবছর আসছে পেনসিলভানিয়ার স্টেট কলেজ এলাকা থেকে। এবারের গাছটির উচ্চতা হবে ৭৫ ফুট।

সূত্র সিএনএন, ১৯৩৩ সালে শুরু হওয়া এই উৎসব শহরের অন্যতম এক ঐতিহ্য হিসেবে বিবেচিত হয়। চোখ-ধাঁধানো সজ্জা নিয়ে প্রতিবছর রকফেলার সেন্টার ও এর কেন্দ্রে স্থাপিত ক্রিসমাস ট্রি বড়দিনের আগমনী বার্তা নিয়ে হাজির হয় নিউইয়র্কবাসীর সামনে। ১৯৩১ সাল থেকে এটিই হয়ে উঠেছে এই শহরের বড়দিন উৎসবের অন্যতম অনুষঙ্গ। স্থানীয়দের কাছে এর আবেদন আকাশছোঁয়া। নিউইয়র্কের এ ঐতিহ্যকে চাক্ষুষ করতে প্রতিবছর ম্যানহাটনে জড়ো হন বহু বহিরাগতও।

২ ডিসেম্বর সিএনএন এক প্রতিবেদনে এই ক্রিসমাস ট্রির ইতিহাস তুলে ধরে। প্রতিবেদন মতে, ১৯৩১ সালে মহামন্দায় যখন পুরো দেশের পাশাপাশি নিউইয়র্ক শহরও পর্যুদস্ত হয়ে উঠেছে। সবার মধ্যে বিরাজ করছে এক অন্তর্গত শঙ্কা। একটা প্রাণহীন জনপদে রূপান্তর ঘটছে নিউইয়র্কের। ঠিক সেই সময়ই উৎসব ও প্রাণের বার্তা নিয়ে হাজির হয় এই ক্রিসমাস ট্রি। এটি স্থাপনকে কেন্দ্র করে কাজ পেয়ে যান অনেক শ্রমিক। একটা সঞ্জীবনী শক্তি নিয়েই হাজির হয়েছিল এই ক্রিসমাস ট্রি। ১৯৩৩ সাল থেকে এই গাছকে কেন্দ্র করে বড় ধরনের উৎসব অনুষ্ঠানের সূচনা হয়, যা আজও বহাল আছে। আর ১৯৫১ সাল থেকে নতুন নতুন আঙ্গিকে আয়োজিত উৎসব অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হতে শুরু করে মার্কিন জাতীয় টেলিভিশনে।

এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি বসানো হয়েছিল ১৯৯৯ সালে। সেটি ছিল ১০০ ফুট উঁচু। কানেটিকাটের কিলিংওর্থ থেকে ওই গাছ আনা হয়েছিল। এর দুই বছর পর ২০০১ সালে রকফেলার প্রাঙ্গণের উৎসব হাজির হয়েছিল নতুন এক বাণী নিয়ে। টুইন টাওয়ার হামলার বিয়োগব্যথা যেন লেপ্টে ছিল ওই বছরের উৎসবের প্রতিটি ভাঁজে। রকফেলার সেন্টার সে সময় সাজানো হয়েছিল লাল, সাদা ও নীল রঙে।

admin

Share
Published by
admin

Recent Posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: মন্তব্য করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

রাজভবনের এক কর্মীর অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে…

7 hours ago

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

সামাজিক বার্তা, পরিবেশ বার্তা। নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী…

7 hours ago

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

2 days ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

2 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

2 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: