Categories: জাতীয়

নিজের সার্ভিস রাইফেল দিয়েই আত্মঘাতী কনস্টেবল

সুস্মিতা সরকার: শুক্রবার প্রায় দুপুর তিনটে নাগাদ কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হলেন কোলকাতা পুলিশের এক কনস্টেবল। ঘটনাটিকে ঘিরে ফুলবাগান এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত পুলিশকর্মীর নাম ভৈরব ওঁরাও। তিনি বর্ধমান জেলার কালনা এলাকার বাসিন্দা। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই ধারণা পুলিশের।

পুলিশ সূত্রে খবর, ভৈরব ওঁরাও নামে ওই কনস্টেবল বৃহস্পতিবার সারা রাত নাইট ডিউটি করেন। শুক্রবার সকাল ছয়টায় তার ডিউটি শেষ হয়। এরপর বেলা বারোটায় তিনি পুনরায় ডিউটি করতে আসেন। থানার সামনের সেন্ট্রি তে তার ডিউটি ছিল বলে জানা যায়। সাধারণত দুজন অল্টারনেট করে একই সাথে ডিউটি করে থাকেন। ঘটনাটির সময়ে তার সাথে ছিলেন আর এক এএসআই, তাঁর বক্তব্য, ভৈরববাবু তখন রাইফেল হাতে দাঁড়িয়ে ছিলেন এবং তিনি চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন। আচমকা গুলির আওয়াজে তিনি হকচকিয়ে যান, ছুটে আসেন থানার ভিতরের সমস্ত পুলিশকর্মী। ততক্ষণে ভৈরববাবুর নিথর দেহ মাটিতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। সঙ্কটজনক অবস্থায় তাঁকে এন.আর.এস হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটির পরে চলে আসেন ভৈরববাবুর বাড়ির লোকজন।

সম্প্রতি তাঁকে বেশ চুপচাপ দেখতো, যদিও তার কারণ কখনই তিনি কাউকে বলেননি বলে জানিয়েছেন ওই থানার নিচুতলার পুলিশকর্তারা। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে হলেও এর পিছনে দুর্ঘটনায় মতো কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

1 day ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

1 day ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

1 day ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

1 day ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

1 day ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

1 day ago
https://www.banglaexpress.in/ Ocean code: