কাব্যগ্রন্থ পর্যালোচনা-‘অন্ধকারের গম্বুজ’

আপ্পি হোসেন:

“কম্পাস ছুঁড়ে ফেলে আমরা নেমে যাচ্ছি অধিকতর অরণ্যে/
আর, আমাদের চোখের তারায় ফুটে উঠছে অবিশ্বাস্য অন্ধকারে এক হারানো গম্বুজ/”

২০১৮ কলকাতা বইমেলায় প্রকাশিতব্য-কবি রণদেব দাশগুপ্তের ষষ্ঠ কাব্যগ্রন্থ -‘অন্ধকারের গম্বুজ’.! একজন পরিপুর্ণ কাব্যকারের রচনার ক্ষেত্রে যে যে দক্ষতা বা গুন থাকার দরকার কবি রণদেব দাশগুপ্তের তা আছে বলে আমার বিশ্বাস। যা বাংলা সাহিত্য জগতে এইসময় খুব কম মানুষের আছে,,

“হাঁটতে হাঁটতে আমরা স্বর্গকে তাচ্ছিল্য করেছি/
তামাশা করেছি নরকের কুন্তীপাক নিয়ে/
মানুষের মত দেখতে যা কিছু তার কাছে গচ্ছিত রেখেছি জ্বলন্ত মশাল/”
–এমন দক্ষ কাব্যশ্রমিক নিয়ত শব্দের গাঁথুনিতে যখন নির্মাণ করেন কবিতা তা সুস্থ এবং দৃঢ় হবে এটাই স্বাভাবিক। সেই সুনিপুণ নির্মাণ থেকেই উঠে এসেছে এই ‘অন্ধকারের গম্বুজ’।

–“দূরে তাকিয়ে দেখছি, সমস্ত পথের পাশেই পাহারা দিচ্ছে আমাদের অগণিত ভ্রম ও বিষাদ/
তবুও জানি, ঈশৎ নীলাভ এই দরজার ওপাশেই আছে আবার নতুন করে চলতে থাকার মানচিত্র/”
প্রত্যাহিকি সময়ের সাথে যাপনকারী চালচিত্র ও তার চাহিদা নিয়ে যেরকম ভাবে যে প্রকার শাব্দিক নির্মাণ কবি করেছেন তা শুধু কবিতা নয়, চেতনার গৃহে গম্বুজ হিসাবে অধিষ্ঠান পাবে একথা বলাই বাহুল্য। তাই আসুন, ছুঁয়ে দেখুন আপনার হৃদয়ে নিভৃত সৌধে কেমন ভাবে থাকবে সেই ‘অন্ধকারের গম্বুজ’…!!
প্রাপ্তিস্থান: অসময় প্রকাশনী।
স্টল নম্বর: ৪৩১

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

6 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

6 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

6 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

6 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

6 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

6 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: