কাব্যগ্রন্থ পর্যালোচনা – ‘পোড়া মাটির বাঁশি’

আপ্পি হোসেন:

“দেখো, আমিও ঈশ্বর হয়ে যাব/
…এ শরীর বয়ে যাবে সুজাতা কুটিরে/
সব পাপ নিজ কাঁধে বয়ে নেবে
ক্রুশবিদ্ধ শরীর আমার/
সাগরে ভাসিয়ে দেহ
আমার চৈতন্য যাবে নীল নীলাচলে/”

ঈশ্বরের বানী যেমন সৃষ্টি হয় এবং একত্রে রচিত হলে বলে ধর্মগ্রন্থ ; আর একজন কবির অক্ষরেরা যখন মলাটবন্দী হয় তখন সেটি হয় কাব্যগ্রন্থ। ‘অপূর্ব পাল’ – এই সময়ে বাংলা সাহিত্যের আকাশে এক প্রজ্জ্বলিত নক্ষত্র। কবি অপূর্ব পালের লেখা কবিতাগুলি জীবন-যাপন থেকে দুঃখ, প্রেম এবং উপলব্ধি নিয়ে সরাসরি এবং সহজেই পাঠকের হৃদয়ে পৌঁছায় এবং পাঠক মন্ত্রমুগ্ধ হয়ে যায়। যেমন “তুহিনাকে ভালবেসে” এই কবিতাটি আমার মতে আমার মত যে কোন কবিতাপ্রেমি মানুষ পড়লেই মোহিত হয়ে যাবে-

“মেঘাতুর কিন্নরে সুগন্ধি আপেলের ফুল/
বরফ চাদর গায়ে শুয়ে আছে
রাজকন্যে বহুদিন/
তুহিনাকে ভালবেসে সভ্যতা রেখে গেছে
বরফকুচি বুকে নীল নিকোটিন/
…অহল্যার মতো সেই প্রতীক্ষা পাথর/
আসে যদি কোনদিন আত্মশুদ্ধ রাজার কুমার/
…ফুটে আছে নীলদ্যুতি ফুল, মেঘের ওপার/
কুসুমের মধু নয়,
ঠোঁটে ঠোঁট শুষে নেবো নীল বিষ তার/–

ভালোবাসার কথারা এত সুমধুর এত মনোময় হতে পারে! হ্যাঁ এখানেই কবি কলমের জাদু। কবিতা পাঠ করে সিক্ত হয় পঠক, হৃদয়ে তার শীতলতা আসে তবে সে কবিতাকে ভালবাসে, অবগাহন করে,, আর যখন কবি এমন ভাবে আহ্বান জানায় তার কবিতার শব্দ-সহবাসে–

“এসো আমরা সহবাস আয়োজন করি/
সহবাস সে তো সহযাত্রারই নাম
যাত্রাপথে আনন্দ চন্দন ছাড়া আর
কি আছে নেবার/
ধূপের গন্ধে ভরে যাক রাত্রি চরাচর/
কপালে কুসুম কুমকুম
সারাগায়ে মেখে আছি তোমার শ্রীনাম
এসো,
ঘুমঘরে এবার আমরা সমাধিস্থ হই/ ”

ছত্রে ছত্রে মুগ্ধতা জড়িয়ে আছে, শব্দে শব্দে ভালবাসার কুসুম ফুটে আছে-আপনিও তার সুবাস পেতে পারেন, এমন সব কথারাও আছে যাতে উদ্বেলিত হবে আপনার চেতনা –

“গফুর মিঞার শূন্য চোখে/
চেয়ে আছি বৃষ্টি কোথায়/আয় আমিনা বৃষ্টি মেয়ে/
আয় আমিনা বৃষ্টি নিয়ে/মহেশ আমার তৃষ্ণা জমিন/ জল পেলনা/
সোনার মাটি ভিজবে বলে/
বসে আছি শূন্য মাঠে/ এই অবেলায় !/

নিপুন বুননে অসাধারণ কিছু কবিতার মায়াজালে আপনাকে জড়াবেই, আপনার মননে ভাবনার এবং ভালোলাগার আবেশ তৈরি হবে,
–“নীরবতার মতো দাঁড়িয়ে থাকা
সুপুরি গাছটাকে কুরে কুরে খাচ্ছে
কাঠঠোকরা পাখি/
ডুকরে ডুকরে কেঁদে উঠছে একাকিত্ব /
আর আমি ,
এক পরম আত্মীয়ের
পদধ্বনির আশায়
কান পেতে আছি …/”

হ্যাঁ বন্ধু, আপনিও অদ্ভুত নীরবতা নিয়ে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবেন এমন সব কবিতার কাছে-আসন্ন ‘কলকাতা বইমেলা ২০১৮’ উপলক্ষে প্রকাশিত হচ্ছে কবি অপূর্ব পালের এই অপুর্ব কাব্যগ্রন্থ ‘পোড়া মাটির বাঁশি’। আপনাকে সেই অপূর্ব সুর-শব্দের মায়ায় আবদ্ধ হওয়ার আহ্বান জানাই–
প্রকাশক : অসময় প্রকাশনী
স্টল নম্বর : ৪৩১ |

admin

Share
Published by
admin

Recent Posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: মন্তব্য করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

রাজভবনের এক কর্মীর অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে…

13 hours ago

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

সামাজিক বার্তা, পরিবেশ বার্তা। নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী…

13 hours ago

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

2 days ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

3 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

3 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: