বিয়ে বাড়ির প্রস্তুতিতে যেন হঠাৎ ছন্দ পতন

বিয়ে বাড়ির প্রস্তুতিতে যেন হঠাৎ ছন্দ পতন। খবর শুনেই উদ্বেগের ছাপ মেয়ের বাড়ির আত্মীয় পরিজনদের মধ্যে। দুর্ঘটনায় পাত্র সহ গুরুতর জখম একাধিক। খবর শোনা মাত্রই পাত্রীর আত্মীয় পরিজন ছুটলেন পাত্র সহ অন্যান্য বরযাত্রীদের উদ্ধার করে আনতে। ততক্ষনে অবশ্য জখম হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন প্রায় তিরিশ জন বরযাত্রী। জখম পাত্র মহাদেব দেবনাথেরও চিকিৎসা চললো অন্যান্যদের সাথেই।

এমনই ঘটনা মঙ্গলবার বিকেলে ইসলামপুর থানার ধনতলা এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে মহাদেব দেবনাথ বাস বোঝাই বরযাত্রীদের নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন দার্জিলিং জেলার পানিট্যাঙ্কিতে। ইসলামপুরের ধনতলাতে সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি চলন্ত ট্যাংকারকে ধাক্কা দিলে এই ঘটনা। ঘটনায় এক শিশু ও আট মহিলা সহ কমবেশি প্রায় তিরিশ জন বরযাত্রী জখম।

ঘটনার পর পলাতক ওই বেসরকারি বাসের চালক।তাকে ধরতে তল্লাশির পাশাপাশি গোটা ঘটনার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শী রাজু দেবনাথ জানান, সোমবার রাতেই তারা রওনা হয়েছেন।বাসে বসে অনেকেই একটু ঝিমোচ্ছিলেন। হঠাৎ তীব্র আওয়াজে একটি ধাক্কার পাশাপাশি বাসের ভিতরেই পাত্র সহ সবাই ছিটকে পড়লেন। শুভ দিনের মুহূর্তে এহেন খবরে রীতিমতো উদ্বেগের ছায়া পাত্র ও পাত্রীর আত্নীয় পরিজনদের মধ্যে।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

3 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

3 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

3 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

3 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

3 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: