পিংলাতে ডেঙ্গু প্রকোপ, মৃত ১

পশ্চিম মেদিনীপুর: ফের ডেঙ্গি আতঙ্ক পশ্চিম মেদিনীপুর জেলায় । পিংলা থানার অন্তর্গত মালিগ্রাম , আগরআড়া, হিদুলি সহ বেশ কয়েকটি গ্রামে অজানা জ্বরের ছড়াচ্ছিল বিগত কয়েকদিনে । দু’দিন আগেই এই জ্বরে আক্রান্ত হয়  আগড়আড়া গ্রামের মৌসুমী মাইতি । সরকারি নির্দেশিকা অনুযায়ী এলআইজা টেস্টের পরে নিশ্চিত হওয়া যায় জ্যোতি ডেঙ্গু । শুক্রবার রাতেই মারা যায় মৌসুমী মাইতি নামে বছর ২২ এর  যুবতী । এরপরই টনক নড়ে জেলা স্বাস্থ্য দপ্তরের । শনিবার সকালেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা, স্থানীয় বিডিও শঙ্খ ঘটক সহ জেলা স্বাস্থ্য দপ্তরের একটি টিম ।

বসানো হয়েছে মেডিকেল ক্যাম্পও। সরকারি খতিয়ান অনুযায়ী এখনো পর্যন্ত এলাকায় ডেঙ্গু আক্রান্তর সংখ্যা ২৫ । যদিও সংখ্যাটা মানতে নারাজ গ্রামবাসীরা তাদের দাবী এলাকায় একশরও বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত । এদিন সংবাদমাধ্যমকে দেখেই তীব্র ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা । পরে বিকেলের দিকে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে এবং পরিস্থিতি  সরোজমিনে খতিয়ে দেখতে এলাকায় আসেন স্থানীয় বিধায়ক গীতা ভূঁইয়া এবং রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া । পরিস্থিতি খতিয়ে দেখে তিনি জানান প্রয়োজনীয় সমস্ত নির্দেশাবলী দেওয়া হয়েছে জেলার স্বাস্থ্য আধিকারিকদের । ডাক্তারসহ স্বাস্থ্যকর্মীর অপ্রতুলতা ও মেনে নিয়েছেন মানস ভুঁইয়া ।

তিনি জানিয়েছেন প্রয়োজনীয় ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মী যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো হবে গ্রামে । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। গ্রামগুলিতে কাল থেকেই বসানো হবে ডেঙ্গু পরীক্ষার জন্য এলাইজা রেয়াদের । প্রয়োজনীয় ব্লিচিং সহ মশা মারার জন্য কীটনাশক ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতে । পরিস্থিতি কত তাড়াতাড়ি নিয়ন্ত্রনে আনা যায় সেটাই এখন দেখার বিষয় ।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

4 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

4 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

4 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

4 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

4 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: