Categories: ভ্রমণ

কলকাতা ভ্রমণ-প্রথম পর্ব : যেতে হবে একা একা

ঢাকা, বাংলাদেশ: ঠিক করলাম কলকাতা ঘুরতে যাব। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। ছেলেবেলায় সুনীল কিংবা সমরেশের বইয়ে পড়া সেই কলকাতায়। যে স্থানে কখনো যাওয়া হয়নি। কিন্তু কল্পনার সেই স্থানগুলোর ছবি আঁকা হয়েছে স্কুল জীবনে গল্পের বই পড়ার সময়। বই পড়ার সবচেয়ে বড় সুবিধা হল নিজের কল্পনার জগতের মত করে চিন্তা করা যায়। ধরুণ আপনি একটি স্থানের বর্ণনা পড়ছেন, সেই স্থাণটি দেখতে কেমন হবে তা আপনিই নির্ধারণ করতে পারবেন চিন্তা অনুযায়ী। এই অনুভূতিগুলো মুভি কিংবা নাটকে পাওয়া সম্ভব নয়। শুধু মাত্র বই পড়েই পাওয়া সম্ভব।

ভ্রমণে যত মানুষ ততো বেশি মজা হয়। তাই বন্ধু-ভাইব্রাদারদের বললাম, চল/চলেন কলকাতা ঘুরে আসি। কিন্তু কেউ রাজি হল না। শেষ পর্যন্ত ঠিক করলাম একাই যাব।

ভিন্ন কোন দেশে আমি একা কখনো যাইনি। এর আগে ২০১৬ সালে ভারতে গিয়েছিলাম। তবে একা নয়, সাথে ছিল প্রায় ৮ জনের দল। তাই খুব বেশি ঝামেলায় পড়তে হয়নি। কিন্তু একা একা ভিন্ন একটি দেশে যেতে প্রথমে হালকা ভয় কাজ করছিল।

সামাজিক যোগাযোগ মাধ‍্যমের কল‍্যাণের কলকাতার সাংবাদিক ও আইটি উদ‍্যোক্তা রাজু আলম ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল বছর খানেক আগে। রাজু ভাই প্রায়ই বাংলাদেশে আসেন। ওনার সাথে গত বছর দেশে আমার প্রথম দেখা হয়েছিল। রাজু ভাইয়ের সাথে আমার চমৎকার একটা মিল হল আমরা দুইজনই কফি/চা খেতে পছন্দ করি। ওনার সাথে কফি-চা পান নিয়ে রয়েছে আরো কিছু মজার গল্প। তা আরেক পর্বে তুলে ধরব।

ফেসবুকে রাজু ভাইকে নক করার পরে ওনি জানালেন কোন অসুবিধা হবে না। আমি যেন কলকাতায় চলে আসি। ওনি আমাকে শহর ঘুরিয়ে দেখাবেন। যাক মনে সাহস পেলাম। কেউ যেহেতু সাথে যাচ্ছে না তাই একাই যাব। কবি বলেছেন, তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে।

এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এসে হাজির হল। আম্মাকে রাজি করাতে হবে। আমি একা একা যাব এই কথা শুনে আম্মা প্রথমেই বলে দিল যাওয়া যাবে না। একা একা অন‍্য দেশে যাওয়া রিস্ক, আম্মার টেনশন হবে ইত‍্যাদি কত কথা। তারপর ধীরে ধীরে কয়েকদিনে আম্মাকে বুঝাতে সক্ষম হলাম।

ট্রেন, বিমান ও বাস এই তিন মাধ‍্যমে কলকাতায় যেতে হবে। যেহেতু একা যাচ্ছি বাসে যাব না। বাকি থাকলো ট্রেন-বিমান। ঠিক করলাম যাওয়ার সময় ট্রেনে যাব। আসার সময় বিমানে আসব। ঠিক ভাবনা সেই কাজ মেনে পরলাম ট্রেন বিমানের টিকেট কাটার মিশনে।

কলকাতায় যাওয়া ট্রেনের টিকেট কিভাবে কাটব? নিয়ম কি কিছুই জানি না। তারপর একটি চলে গেলাম কমলাপুর স্টেশনে। সবগুলো নিয়ম জেনে কিনে ফেললাম ট্রেনের টিকেট। কিভাবে কলকাতায় ট্রেনে যাওয়া টিকেট কাটবেন? নিয়ম কি কি তা নিয়ে বিস্তারিত লিখব আগামী পর্বে।

এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

admin

Share
Published by
admin
  • https://www.banglaexpress.in/ Ocean code:

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

2 weeks ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

2 weeks ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

2 weeks ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

2 weeks ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

2 weeks ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

2 weeks ago
https://www.banglaexpress.in/ Ocean code: