চিকিৎসায় গাফিলতির জেরে এক যুবকের মৃত্যুর অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ

হুগলি: চিকিৎসায় গাফিলতির জেরে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠল। মৃতের নাম তাপস বিশ্বাস(৩৫)। ঘটনাটি হুগলির মগরা প্রাথমিক স্বাস্বাস্থ্য কেন্দ্রর। এর জেরে ওই স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখান মৃতের পরিজনরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় মগরা থানার পুলিশ।

হুগলির পোলবার আকনার বাসিন্দা ছিলেন তাপস বিশ্বাস। তিনি ব্যবসা করতেন। বুধবার শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য় তাঁকে মগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়। গতকাল অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে স্থানান্তরিত করার কথা বলেন তাঁর পরিজনরা। অভিযোগ, সেই কথায় কর্ণপাত করেননি কেউ। উলটে তাঁদের বলা হয়, অনেক রোগীরই এমন সমস্যা হচ্ছে। তাপসবাবুর বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। উনি তাড়াতাড়ি সেরে উঠবেন।
কিন্তু, গতকাল সকালে তাঁর অবস্থার আরও অবনতি হয়। সেই সময় দায়িত্বে থাকা চিকিৎসক ECG করার পরামর্শ দেন। রিপোর্ট হাতে পাওয়ার আগেই গতরাতে মারা যান তাপসবাবু।

এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাপসবাবুর পরিজনরা। তাপসবাবুকে ভরতি করার পর থেকে দায়িত্বে থাকা চিকিৎসকদের শাস্তির দাবিও জানান। তাপসবাবুর পরিবারের তরফে চিকিৎসকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হবে বলেও জানা গেছে।তাপসবাবুর দাদা মানস বিশ্বাস বলেন, “বুধবার ভাইকে ভরতি করেছিলাম। গতকাল বিকেলে ECG ও রক্ত পরীক্ষা করতে দিল। কালও বলেছি, আমার ভাইয়ের কোনও উন্নতি হচ্ছে না, খুব শ্বাসকষ্ট হচ্ছে। আপনারা ওকে চুঁচুড়ায় ট্রান্সফার করে দিন। কিন্তু, আমার কথায় কেউ পাত্তা দিল না। উলটে আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। ভরতি করার পর প্রথমে যিনি দেখছিলেন তাঁর সঙ্গে কোনওভাবে এখন যোগাযোগ করা যাচ্ছে না। ওনাদের গাফিলতিতেই একটা মানুষ মারা গেল। আমরা চাই আমার ভাই যাদের জন্য মারা গেল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন।”

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

2 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

2 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

2 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

2 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

2 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: